comparemela.com


প্রকাশ : ২৩ জুন, ২০২১ ০৫:৪৭
আপডেট : ২৩ জুন, ২০২১ ০৯:৫৯
অনলাইন ভার্সন
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি
নিজেকে প্রস্তুত করে নতুন শিক্ষার্থীদের আগামী দিনে এগিয়ে যাওয়ার পরামর্শ
প্রেস বিজ্ঞপ্তি
সিআইইউর সামার ২০২১ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী
শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের আন্তজার্তিক মান বজায় রেখে উন্নত ক্লাসরুম, লাইব্রেরি, ল্যাব, যুগোপযুগী সিলেবাস, প্রযুক্তি সমৃদ্ধ নেটওয়ার্কিংসহ সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করার মধ্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।   
তিনি বলেন, চলমান বৈশ্বিক দুর্যোগ করোনাতেও শিক্ষার্থীদের পড়ালেখায় যাতে কোনো ধরণের ব্যাঘাত না ঘটে সেদিকে শুরু থেকেই বিশেষ নজর দিয়ে আসছি আমরা। এখানকার প্রত্যেক শিক্ষক বন্ধুবৎসল বলেও মন্তব্য করেন উপাচার্য।
সম্প্রতি সিআইইউতে ভর্তি হওয়া সামার ২০২১ সেমিস্টারের শিক্ষার্থীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
অনুষ্ঠানে নিজেকে প্রস্তুত করতে এবং জ্ঞানের প্রসার ঘটাতে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনকে কাজে লাগানোর পরামর্শ দেন উপাচার্য।
সিআইইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের ডিন ড. নাঈম আবদুল্লাহ, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আসিফ ইকবাল, স্কুল অব ল’র সহকারি ডিন মোহাম্মদ বেলায়েত হোসাইন এবং প্রক্টর আবু সোহেল মাহমুদ।
এতে অ্যাকাডেমিক এবং প্রশাসনিক নানান কাজের বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেন পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস শাখার পরিচালক সুব্রত গুপ্ত এফসিএ এবং সিআইটিএসের পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিজনেস স্কুলের অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, ট্রিপল ই বিভাগের হেড ড. মোহাম্মদ রেজাউল করিমসহ বিভিন্ন অনুষদের শিক্ষকরা অংশ নেন।
বিডি প্রতিদিন/আবু জাফর
এই বিভাগের আরও খবর

Related Keywords

Asif Iqbal ,Naeem Abdullah ,Abu Jafar ,School Ab ,Business School Dean ,Chittagong Independent University ,Business School Professor ,School Ab Science ,Higher Education ,Registrar Anjuman Banu Lima ,Social Science ,Dean Professor Kazi ,Deanm Honey Hussain ,Government Kamrul ,Accounts Branch ,Subrata Gupta ,Saiful Baby ,ஆசிப் இக்ப்யால் ,வணிக பள்ளி டீன் ,சிட்டகாங் சுயாதீனமான பல்கலைக்கழகம் ,வணிக பள்ளி ப்ரொஃபெஸர் ,அதிக கல்வி ,சமூக அறிவியல் ,கணக்குகள் கிளை ,சுப்ரதா குப்தா ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.