comparemela.com


প্রকাশ : ১৪ জুন, ২০২১ ১০:১১
আপডেট : ১৪ জুন, ২০২১ ১২:৩৫
অনলাইন ভার্সন
জেএফকে এয়ারপোর্টে ড. মোমেন
আমাদের নাম্বার ওয়ান ইস্যু ১১ লাখ রোহিঙ্গার প্রত্যাবর্তন: পররাষ্ট্রমন্ত্রী
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র
রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু ও এলডিসি ফিফ্থ কনফারেন্স আলোকে জাতিসংঘে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের জন্যে নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন। ১৩ জুন রবিবার অপরাহ্নে নিউইয়র্কে জেএফকে এয়ারপোর্টে পৌঁছালে দলীয় নেতা-কর্মী ছাড়াও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা অবস্থার আলোকে জাতিসংঘ সাধারণ অধিবেশনে একটি আলোচনা হবে। সেখানে আমরা বাংলাদেশের অবস্থান উপস্থাপন করবো। আমাদের অবস্থান হচ্ছে, যতশীঘ্রই এই ১১ লাখ রোহিঙ্গার প্রত্যাবর্তন। এটি হচ্ছে আমাদের নাম্বার ওয়ান ইস্যু।’ 
পররাষ্ট্রমন্ত্রী মোমেন উল্লেখ করেন, ‘বার্মায় সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের কারণে আন্তর্জাতিক অঙ্গনের অনেকে দেশটিতে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা নিয়ে বেশী চিন্তিত। তবে আমরা সরব থাকবো, যুক্তির অবতারণা করবো, গণতন্ত্র হউক আর যাই হউক, আমাদের নাম্বার ওয়ান ইস্যু হচ্ছে এই যে, ১১ লাখ রোহিঙ্গা বড় কষ্টে আছে, তাদের ছেলে-মেয়েদের বিশেষ কোন ভবিষ্যত নাই। অন্তত: এদের কারণেই যেন সকলকে ফেরৎ নেয়া হয়-এ ব্যাপারে জোরালো আহবান রাখবো বিশ্ব ফোরামে। জাতিসংঘে এটি একটি বড় ইভেন্ট। আরেকটি ইভেন্ট হচ্ছে এলডিসির সামিট। আমি এর আগের ফোর্থ সামিটে অংশ নিয়েছিলাম। তখন আমরা এলডিসির চেয়ারপার্সন ছিলাম দু’বার। আমরা ইস্তাম্বুল প্রোগ্রাম অব এ্যাকশন করেছিলাম। সে সময় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম। সামনের বছর ২৩-২৭ জানুয়ারিতে কাতারের দোহায় ফিফ্থ কনফারেন্সের প্রস্তুতি মিটিং হচ্ছে ১৮ জুন। সেখানে আমরা কী কী অর্জন করতে চাই তা নিয়ে বিশদ আলোচনা-পর্যালোচনা হবে। বাংলাদেশের জন্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্যে যে, ২০২৪ সালে আমরা এলডিসি থেকে বের হয়ে যাবো। ইতিমধ্যেই সিপিবি রিকমেন্ট করেছে যে, আমরা এলডিসি থেকে যত বেনিফিট পেতাম তা ২০২৬ সাল নাগাদ অব্যাহত থাকবে। তবে আমরা দাবি উঠাবো যে, করোনার কারণে শুধু ২০২৬ সাল নয়, আরো অধিক সময় যেন সে সব সুবিধা বহাল রাখা হয়। এটি কতটা ফলপ্রসূ হবে জানি না, তবে আমরা জোরালোভাবে যুক্তিসমূহ তোলে ধরবো।’
করোনার টিকা নিয়ে কূটনীতিতে বাংলাদেশ কী সফল হতে পারছে না-এমন প্রশ্নে পরিপ্রেক্ষিতে ড. মোমেন গণমাধ্যমকে অবহিত করেন, ‘করোনার শুরুতে সারাবিশ্বে ভয়ংকর একটি পরিস্থিতি দেখা দিলেও, বাংলাদেশ খুব দক্ষতার সাথে তা হ্যান্ডেল করেছে। ভালোভাবে তা ম্যানেজ করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা অনেক ছিল। এখন দ্বিতীয় ধাক্কা এসেছে। আমরা টিকার জন্যে যাদের সাথে চুক্তি করেছিলাম, কিন্তু তারা (ভারত) খুবই সমস্যায় পড়েছে। নিজের দেশে সমস্যা প্রকট হওয়ায় চুক্তি অনুযায়ী টিকা দিতে পারছে না। এজন্যে একটু ঝামেলা হয়েছে বাংলাদেশে। তাছাড়া, কোভেক্স থেকে আমরা যে টিকা পাবার কথা, সেটিও দিতে পাচ্ছে না, কারণ, যারা সে টিকা প্রডিউস করে তারা ইন্ডিয়ান একটি কোম্পানী, সিরাম। তবে আরো কটি প্রতিষ্ঠান টিকা তৈরী করছে। আশা করছি শিগগিরই কিছু কিছু পাবো। এমন একটি ঝামেলা দূর করার অভিপ্রায়ে সম্প্রতি আমরা চীন এবং রাশিয়ার সাথে মোটামুটি ফাইনাল পর্যায়ে পৌঁছেছি। এটি বাস্তবায়িত হলে আমাদের সমস্যা আর থাকবে না। আর আমেরিকা প্রায়ই আমাদেরকে বলে যে তারা অনেক অনেক ভ্যাকসিন দেবে। কিন্তু এখন পর্যন্ত কিছুই দেয়নি। আমরা সেদিকে তাকিয়েও আছি। আশা করছি আমেরিকা ভ্যাকসিন প্রদানের যে অঙ্গিকার করেছে, তা খুব দ্রুত দিলে আমরা খুবই উপকৃত হবো।’
যুক্তরাষ্ট্রের চার বিশিষ্ট নাগরিক নিজ উদ্যোগে করোনার টিকা নিয়ে যাচ্ছে বলে যে সংবাদ ঢাকার একটি টিভিতে পরিবেশন করা হয়েছে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘ব্যক্তিগত কেউ যদি উদ্যোগ নেন, সেটি আই ডোন্ট নো।’
মন্ত্রী এ সময় বলেন, ‘যখোন আমরা শুনতে পেলাম যে, হোয়াইট হাউজ মনে করে যে, বাংলাদেশ টিকা পাবার উপযুক্ত না। কারণ আমেরিকার মোট জনসংখ্যার অর্ধেক হলো বাংলাদেশের জনসংখ্যা। আমেরিকায় করোনায় সে সময় পর্যন্ত প্রায় ৬ লাখ মানুষের মৃত্যু হয়। কিন্তু বাংলাদেশে তখন মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ১১ হাজার। এজন্যে তারা (যুক্তরাষ্ট্র) মনে করেছেন যে, বাংলাদেশে ততটা সংকট নেই মহামারির। এজন্যে যেসব দেশে করোনায় বেশী মানুষের মৃত্যু হয়েছে সেগুলোর একটি লিস্ট করেছিল। সেখানে আমরা নাই। সে সময় আমরা কিছু প্রবাসীকে ফোন-টোন করেছিলাম এ নিয়ে দেন-দরবারের জন্য। আপনারা জেনে খুশী হবেন যে, ১৬৫৪ জন প্রবাসী বাঙালি, এরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্যান্য প্রফেশনাল, তারা একটি পিটিশন দেন হোয়াইট হাউজে। এর পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউজের দৃষ্টিভঙ্গিতে কিছুটা পরিবর্তন এসেছে। কারণ, আমরা হোয়াইট হাউজকে অবহিত করেছি যে, বাংলাদেশের প্রায় ১৫ লাখ লোক প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ পাচ্ছেন না। টিকা নেই বলে। অন্তত: কোর্স সম্পন্নের স্বার্থে যেন যুক্তরাষ্ট্র ঐ পরিমাণের টিকা দেয়।’
এদিকে, করোনার টিকা বিতরণ-বিক্রি-অনুদানের সমস্ত সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউজ। রাজনৈতিক এবং প্রশাসনিক দৃষ্টিকোন থেকে এটি নেয়া হচ্ছে। এমনি অবস্থায় জনৈক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে ঢাকার কোন কোন বেসরকারী টেলিভিশন চ্যানেলে চার প্রবাসীর উদ্যোগে ৭০ লাখ টিকা যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে নেয়া হচ্ছে বলে যে সংবাদ প্রচারিত হয়েছে, তা নিয়ে বিস্ময় দেখা দিয়েছে সমগ্র কমিউনিটিতে। এমন তথ্যের কোনই বাস্তবতা নেই বলে সকলে অভিযোগ করেছেন। 
২০ জুন ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ বাইডেন প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন রাজনীতিক-পেশাজীবী- সমাজ সংগঠকদের সাথেও করোনার টিকা ইস্যুতে কথা বলবেন ড. মোমেন। এছাড়া, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি এবং মুজিব বর্ষ উপলক্ষে নিউইয়র্ক, নিউজার্সি, নিউ হ্যামশায়ার, জর্জিয়া, লুইজিয়ানা, ওয়াশিংটন ডিসি থেকে প্রক্লেমেশন, রেজ্যুলেশন ছাড়াও  কংগ্রেসে এ সম্পর্কে একটি প্রস্তাব উত্থাপনে যারা কাজ করেছেন তাদের সাথেও কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন মুল্লুকে বাংলাদেশের ইমেজ মহিমান্বিত করতে সামনের দিনগুলোতে কীভাবে জোরালো ভূমিকায় অবতীর্ণ হওয়া যায় সে সব প্রাধান্য পাবে ঐ  আলোচনায়। 
এদিকে, জেএফকে এয়ারপোর্টে কাতার এয়ারলাইন্সে অবতরণের পর পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। নেতৃবৃন্দের মধ্যে এয়ারপোর্টে আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানসহ কর্মকর্তারা, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়াসহ কর্মকর্তাগণ। 
বিডি প্রতিদিন/হিমেল
এই বিভাগের আরও খবর

Related Keywords

New York ,United States ,Qatar ,Georgia ,Louisiana ,Doha ,Ad Daw Ah ,Bangladesh ,Istanbul ,Turkey ,India ,New Jersey ,Washington ,White House ,District Of Columbia ,Russia ,Siddiqur Rahman ,Foundation United States Branch ,Rohingya Return ,Light United Nations ,June Sunday New York Airport ,United States Branch ,Gloryr Whatever Glory ,Being Summit ,Fourth Summit ,January Qatar Doha ,Being June ,Detailed Talk Review ,May United States ,Show Strong ,Airport Qatar ,Foreign Minister ,Ambassador Fatima ,New Yorkr General Sadia ,United States Branch Secretary Abdul ,Mia Officers ,Bangla News ,Angladesh News ,Engali News ,Angla Newspaper ,Angladesh Newspaper ,Paper ,Engali Newspaper ,Ndian Newspaper ,Nline Bangla News ,D Newspaper ,Ews Paper ,Angla News Paper ,Angladeshi Newspaper ,Ews Paper Bangladesh ,Aily News Paper In Bangladesh ,Aily Newspapers Of Bangladesh ,Aily Newspaper ,Urrent News ,Engali Daily Newspaper ,Daily News ,Portal ,Ortal ,Angla ,News ,Bangladeshi ,Bengali ,Culture ,Ortal Site ,Dhaka ,Textile ,Arments ,Icro Credit ,Dhaka News ,Orld News ,National News ,Angladesh Media ,Etar ,Sports ,Angladesh Sports ,Angladesh Politics ,Angladesh Business ,Anglanews ,Angla Khobor ,Angla Potrika ,Reviews ,Pinion And Feature Stories Bangladesh Pratidin Provides Trusted Bangladeshi International News As Well Local Regional Perspectives Find Also Entertainment ,Business ,Science ,Technology ,Movies ,Travel ,Jobs ,Education ,Health ,Environment ,Uman Rights News And More ,புதியது யார்க் ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,கத்தார் ,ஜார்ஜியா ,லூசியானா ,தோஹா ,பங்களாதேஷ் ,இஸ்தான்புல் ,வான்கோழி ,இந்தியா ,புதியது ஜெர்சி ,வாஷிங்டன் ,வெள்ளை வீடு ,மாவட்டம் ஆஃப் கொலம்பியா ,ரஷ்யா ,ஒன்றுபட்டது மாநிலங்களில் கிளை ,நான்காவது உச்சிமாநாடு ,இருக்கலாம் ஒன்றுபட்டது மாநிலங்களில் ,எப்படி வலுவான ,வெளிநாட்டு அமைச்சர் ,தூதர் பாத்திமா ,பங்களா செய்தி ,போர்டல் ,எவ்ஸ் ,ஹாக் ,விளையாட்டு ,போர்ட்ஸ் ,ர்யாவெல் ,அபெஸ் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.