comparemela.com


আন্তর্জাতিক
মুসলিম দেশগুলোর প্রতি যে আহ্বান জানালো রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
বহুমুখী সম্পর্ক স্থাপনের জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে রাশিয়া। বুধবার রাশিয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
 
মুসলিম বিশ্বের সঙ্গে নিয়মিত সম্মেলন আয়োজন করে থাকে রাশিয়া। এবারের সম্মলনটি ১২ নম্বর। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কাজান শহরে সম্মেলনটি শুরু হয়েছে। এতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির সদস্য দেশগুলো অংশ নিচ্ছে।
রাশিয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপকভিত্তিক সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।  
সম্মেলনে ল্যাভরভ বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব, অংশীদারিত্ব এবং আন্তঃধর্মীয় ও আন্ত সভ্যতার সংলাপ, জাতিসংঘ সনদের লক্ষ্য ও আদর্শ সামনে রেখে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতির ভিত্তির ওপর রাশিয়ার এই সম্পর্ক প্রতিষ্ঠিত। এ কারণে আমরা ঘনিষ্ঠভাবে এবং সফলতার সাথে মুসলিম দেশগুলোর সঙ্গে নানামুখী যে সম্পর্ক রক্ষা করে চলেছি তা ন্যায় সঙ্গত।
রাশিয়ার তথ্য মন্ত্রণালয়ের উপ-পরিচালক আলেকজান্ডার বিকান্তভ বলেন, তার দেশ এবং মুসলিম বিশ্বের ওপর পশ্চিমা দেশগুলো অব্যাহতভাবে গোয়েন্দা যুদ্ধ চালিয়ে আসছে। পশ্চিমাদের এই শত্রুতা মোকাবেলার জন্য রাশিয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা উচিত। সূত্র: পার্সটুডে
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
নিউজ ডেস্ক 

Related Keywords

Bangladesh ,Russia ,Sergei Lavrov ,Ministry Deputy ,United Nations Convention ,Regionale International Security ,For Muslim ,Wednesday Russia ,Russia Southern ,International Security ,Ministry Deputy Director Alexander ,Her Country ,Intelligence War ,For Russia ,பங்களாதேஷ் ,ரஷ்யா ,அமைச்சகம் துணை ,ஒன்றுபட்டது நாடுகள் மாநாடு ,க்கு முஸ்லீம் ,புதன்கிழமை ரஷ்யா ,சர்வதேச பாதுகாப்பு ,அவள் நாடு ,உளவுத்துறை போர் ,க்கு ரஷ்யா ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.