comparemela.com

Card image cap


স্বাস্থ্য
খুলনার ৪ হাসপাতালের করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু
সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
খুলনা: খুলনার ৪টি করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া ১৬ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১ জন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৩ জন রয়েছেন।
এর আগে বুধবার (২৮ জুলাই) খুলনার হাসপাতালগুলোতে ১১ জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- বটিয়াঘাটার আইয়ুব আলী (৫৫), পিরোজপুরের মোশারফ হোসেন (৯৫), খুলনা মহানগরীর সোনাডাঙ্গার আব্দুল খালেক (৯০), খালিশপুরের ইরিন সুলতানা (৩৩), দৌলতপুরের মো. আলী আকবর (৫৫), খালিশপুরের আবুল হোসেন (৬৬) ও  নিরালার আবুল হাই (৭৫)
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে খুলনার ডুমুরিয়ার আসমা বেগম (৪০) নামে ১ রোগী মারা গেছেন।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৫ রোগী মারা গেছেন। মৃতরা হলেন- খুলনার ১৫৯ পূর্ব বানিয়াখামার এলাকার মো. মকবুল হোসেন খান (৬৫), দক্ষিণ টুটপাড়ার রেজিনা ফাতিমা (২৮), যশোর কারবালা বামনপাড়ার মর্জিনা রহমান (৫৮), ঝিকরগাছার গদখালী এলাকার মিসেস বারিছুন্নেসা (৬০) এবং চুয়াডাঙ্গার আলমনগরের গোকুলখালীর রহিমা খাতুন (৫৫)।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ৩ রোগী মারা গেছেন। মৃতরা হলেন- খুলনার বটিয়াঘাটার বুজবুনিয়া গ্রামের আলেয়া বেগম (৫৫), রূপসা উপজেলার করিমনগর এলাকার আবদুল আজিজ (৮০) এবং নগরীর ডালমিল মোড় ময়লাপোতা এলাকার রোকেয়া বেগম (৬০)।
সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
এমআরএম/এমআরএ

Related Keywords

Jhikargacha , Khulna , Bangladesh , Daulatpur , Bangladesh General , Rupsha , Jessore , Ali Akbar , Rahima Khatun , Rokeya Begum , Kazi Abu Rashid , Abdul Khaliq , Abdul Aziz , Sheikh Abu Nasser , Hussain Khan , Asma Begum , Gazi Medical College Hospital John , Khulna Medical College Hospital , City Medical College Hospital , Gazi Medical College Hospital , Khulna Hospital , Hospital John , General Hospital , Job Ali , Whether Musharraf Hussain , Gazi Rahman Baby , Khulna East , South Fatima , Morzina Baby , District Rahima Khatun , Wildfire Begum , Rupsha District , கூழ்ந , பங்களாதேஷ் , டவுள்டபுர் , ஜெசோர் , ரஹிமா கடுங் , ராகீயைய பிச்சம் , அப்துல் க்யாலிக் , அப்துல் அஜிஸ் , ஷேக் நாசர் , ஹுசைன் காந் , அஸ்மா பிச்சம் , கூழ்ந மருத்துவ கல்லூரி மருத்துவமனை , நகரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை , காஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனை , கூழ்ந மருத்துவமனை , மருத்துவமனை ஜான் , ஜநரல் மருத்துவமனை , கூழ்ந கிழக்கு ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.