comparemela.com


জাতীয়
প্রকৌশলীদের তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের সুপারিশ 
সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
আইইবির লোগো
ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ উপলক্ষে দেশের গৃহহীনদের জন্য নির্মিত ঘর নির্মাণে অব্যবস্থাপনা এড়িয়ে সুষ্ঠুভাবে কাজ সম্পূর্ণ করতে দেশের প্রকৌশলীদের তত্ত্বাবধায়নে বাস্তবায়নের সুপারিশ করেছে দেশে প্রকৌশলীদের জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। এছাড়া আইইবি সুনির্দিষ্ট পাঁচটি প্রস্তাবনা পেশ করেছে।
মঙ্গলবার (২৭ জুলাই) এক বিবৃতিতে আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু) এই দাবি করেন।  
বিবৃতিতে প্রকৌশলী শাহাদাৎ হোসেন বলেন, আইইবি মনে করে আশ্রয়ণ প্রকল্পের কাজ প্রকৌশলীদের তত্ত্বাবধায়নে করা হলে দুর্নীতি রোধসহ প্রকল্পের সুষ্ঠু বন্টন এবং সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন থাকবে। তাই আইইবির পক্ষ থেকে পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব করা হচ্ছে।
এগুলো হলো: 
১। বিল্ডিং নির্মাণ একটি সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এবং প্রকল্পটি ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজমেন্টের আওতাধীন থাকা বাঞ্ছনীয় বিধায় দেশের যেকোনো সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করাটাই যুক্তিযুক্ত ছিল।
২। অন্যান্য ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের মতো টেকনিক্যাল সুপারভিশন, সয়েল টেস্ট ও ম্যাটেরিয়াল টেস্টের মত বিভিন্ন কোয়ালিটি কন্ট্রোল টেস্ট, ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অব ভিউ থেকে মনিটরিং ও সিদ্ধান্ত প্রদানের অভাব এই প্রকল্পে পরিলক্ষিত হয়েছে।
৩। উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উপজেলা প্রকৌশলী ও তার অধীনস্থ টেকনিক্যাল ম্যান পাওয়ার দিয়ে কাজ চলাকালীন নিবিড় তদারকির মাধ্যমে ড্রয়িং-ডিজাইন অনুযায়ী কোয়ালিটি ঠিক রেখে কাজটি বাস্তবায়ন করা যেত।
৪। জেলা পর্যায়ে গণপূর্ত, স্থানীয় সরকার প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, জনস্বাস্থ্য প্রকৌশল, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলীদের সমন্বয়ে একটি প্রকৌশল টিমের দ্বারা ওই কাজের মনিটরিং ও কোয়ালিটি কন্ট্রোলে সিদ্ধান্ত দিয়ে কাজের মান নিয়ন্ত্রণ করা যেত। উপজেলা পর্যায়ে যেকোনো ধরনের কারিগরী ত্রুটি ও সমস্যা জেলা পর্যায়ের টিম তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে সমাধান করতে পারতো।
৫। সর্বোপরি প্রধানমন্ত্রীর দপ্তরে গণপূর্ত, স্থানীয় সরকার প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, জনস্বাস্থ্য প্রকৌশল, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন অধিদপ্তরের সিনিয়র ও অভিজ্ঞ প্রকৌশলীদের দ্বারা একটি ইঞ্জিনিয়ারিং সেল গঠন করে একজন অভিজ্ঞ ও দক্ষ প্রকৌশলী প্রকল্প পরিচালকের নেতৃত্বে ওই ইঞ্জিনিয়ারিং সেলের মাধ্যমে প্রকল্পটির ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট পরিচালনা করলেই ত্রুটি-বিচ্যুতিগুলো এড়ানো যেত।
উপরোক্ত পদক্ষেপগুলো আমলে নিলে দৃশ্যমান দুর্ঘটনাগুলো এড়ানো যেতো। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য যেকোনো ধরনের ইঞ্জিনিয়ারিং প্রকল্প, প্রকৌশল অধিদপ্তরগুলোর মাধ্যমে বাস্তবায়ন হবে বলে আইইবি মনে করে।
বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
এসএমএকে/আরএ

Related Keywords

Bangladesh , ,Bmw ,Team Immediate ,Engineers Institution ,Civil Engineering Department ,Mujib Rahman ,Government Image ,Civil Engineering Works ,Engineering Project Management ,Quality Control Test ,Government Engineering Directorate ,Manpower ,Public Works ,Government Engineering ,Education Engineering ,Doe District ,Technical Error ,Prime Minister ,Engineering Management ,Procurement Management ,Project Management Manage ,Engineering Project ,பங்களாதேஷ் ,பிஎம்டபிள்யூ ,பொறியாளர்கள் நிறுவனம் ,சிவில் பொறியியல் துறை ,முஜிப் ரஹ்மான் ,சிவில் பொறியியல் வேலை செய்கிறது ,பொறியியல் ப்ராஜெக்ட் மேலாண்மை ,மனித சக்தி ,பொது வேலை செய்கிறது ,அரசு பொறியியல் ,கல்வி பொறியியல் ,தொழில்நுட்ப பிழை ,ப்ரைம் அமைச்சர் ,பொறியியல் மேலாண்மை ,ப்ரொக்யூர்மெஂட் மேலாண்மை ,பொறியியல் ப்ராஜெக்ட் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.