comparemela.com


অর্থনীতি-ব্যবসা
আমেরিকায় ৭ দিনের রোড শো, আকর্ষণের কেন্দ্রে ওয়ালটন
নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
আমেরিকায় ৭ দিনের রোড শো, আকর্ষণের কেন্দ্রে ওয়ালটন।
ঢাকা: আমেরিকায় সপ্তাহব্যাপী রোড শো শুরু হচ্ছে নিউ ইয়র্ক থেকে। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে স্থানীয় সময় সোমবার (২৬ জুলাই) সকালে নিউ ইয়র্ক সিটির কেন্দ্রস্থল ম্যানহাটানে শুরু হতে যাচ্ছে প্রথম দিনের কর্মসূচি।
প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এই উদ্যোগ নিয়েছে।
হোটেল ইন্টারকন্টিনেটাল বার্কলে’র বলরুমে হবে মূল অনুষ্ঠান। বলরুম ঘিরে থাকছে কয়েকটি প্রতিষ্ঠানের স্টল ও ডিসপ্লে সেন্টার এবং মিটিং রুম।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের অংশ হিসেবে আমেরিকায় এই রোডশো’র আয়োজন করা হয়েছে। এ আয়োজনের অন্যতম স্পন্সর বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন।  
বড় পর্দার ডিসপ্লে স্ক্রিন, এক্স স্ট্যান্ড, ব্যানার ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে ওয়ালটন ডিসপ্লে সেন্টার। রয়েছে বিনিয়োগকারীদের জন্য মিটিং স্পেস। ভিডিও স্ক্রিনে ওয়ালটনের উৎপাদন ও মার্কেটিং এর উপর নির্মিত ডিজিটাল ডক্যুমেন্টারি প্রদর্শিত হবে। আগ্রহীদের ওয়ালটন সম্পর্কে ধারণা দিতে থাকছেন দক্ষ কয়েকজন কর্মকর্তা।  
ওয়ালটনের দশ সদস্যের একটি প্রতিনিধি দল এখন নিউ ইয়র্কে অবস্থান করছে। প্রতিনিধি দলে রয়েছেন প্রতিষ্ঠানটি পরিচালক এসএম মাহবুবুল আলম, ওয়ালটনহাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ, পরিচালক তাহমিনা আফরোজ তান্না, নিশাত তাসনিম শুচি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার হাওলাদার, চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, ওয়ালটন টেলিভিশনের প্রধান বিজনেস অফিসার প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শেখ মহিউদ্দিন আল ফারুক প্রমূখ।
বাংলাদেশ থেকে প্রধান মন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান,  অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রৌফ তালুকদার, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বিডা’র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলামসহ সরকারি বেসরকারি উর্ধতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
রোডশো’র মূল শিরোনাম দি রাইজ অব বেঙ্গল টাইগার। রোডশো’র প্রথম দিন সোমবার থাকছে দুটি পর্ব। সকাল সাড়ে ৯ টায় প্রথম পর্ব শুরু হবে। যাতে অংশ নেবেন অনাবাসি বাংলাদেশিরা। এ পর্ব চলবে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত। বিকেল আড়াইটায় শুরু হবে দ্বিতীয় পর্ব। যাতে অংশ নেবেন বিদেশি বিনিয়োগকারীরা।
১৮ জুলাই দ্বিতীয় রোড শো হবে ওয়াশিংটন ডিসিতে। তৃতীয়টি হবে ৩০ জুলাই লস এ্যাঞ্জেলেসে। চতুর্থ রোড শো’ অনুষ্ঠিত হবে সিলিকন ভ্যালিতে, ২ আগস্ট।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, ওয়ালটনের লক্ষ্য বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড হওয়া। গ্লোবাল ব্র্যাড হতে হলে দেশের বাইরে গিয়ে বিশ্বকে জানান দিতে হবে। আমেরিকায় দশ সদস্যের একটি প্রতিনিধি এসেছে। তারা দেখবেন এখানে কি কি পটেনশিয়ালিটি আছে। তাদের রিপোর্ট বা অবজারভেশনের উপর ভিত্তি করে ওয়ালটন তার গ্লোবাল রোড ম্যাপ তৈরি করবে।  
বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
কেএআর

Related Keywords

New York ,United States ,Bangladesh ,Washington ,Bangladeshis ,Tahmina Afrin ,Feroz Alam ,Mal Faruk ,Nahid Hussain ,Mahbub Alam ,Nishat Tasnim ,July Los Angeles ,Walton Display Centre ,Bangladesh Securitiesa Exchange Commission ,Tech Industries ,Start Being New York ,Bangladesh Securities ,Exchange Commission ,New York City ,Display Centre ,Mujib Rahman ,Display Screen ,Industries Limited ,Wireless Nahid Hussain ,Executive Director Sheikh ,Advisor Salmanf Baby ,Secretary Abdul ,Exchange Commission Chairman Professor Shibli ,Secretary Tapan ,Subject Islam ,Shoes Islam ,Rise Ab Bengal Tiger ,Parti Start ,Parti Run Bella ,Pabna Start ,Walton Hi Tech Industries Limited ,Global Brad ,Walton Her Global Road Map ,புதியது யார்க் ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,பங்களாதேஷ் ,வாஷிங்டன் ,பேரோஜ் ஆலம் ,அல் பாருக் ,நஹித் ஹுசைன் ,மாஹ்புப் ஆலம் ,ஜூலை லாஸ் ஏஞ்சல்ஸ் ,தொழில்நுட்பம் தொழில்கள் ,பங்களாதேஷ் பத்திரங்கள் ,பரிமாற்றம் தரகு ,புதியது யார்க் நகரம் ,காட்சி மையம் ,முஜிப் ரஹ்மான் ,காட்சி திரை ,தொழில்கள் வரையறுக்கப்பட்டவை ,வால்டன் வணக்கம் தொழில்நுட்பம் தொழில்கள் வரையறுக்கப்பட்டவை ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.