comparemela.com


স্বাস্থ্য
ঈদের পর খুলনায় বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা 
সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
খুলনা: ঈদুল আজহার পর খুলনার হাসপাতালগুলোতে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। পাঁচটি করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ১৮ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৮ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন, সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮ জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৩ জন রয়েছেন।
এর আগে, রোববার (২৫ জুলাই) খুলনার হাসপাতালগুলোতে ১১ জনের মৃত্যু হয়। ২৩ জুলাই (শুক্রবার) সাতজন, ২২ জুলাই (বৃহস্পতিবার) ১০ জন ও ২১ জুলাই (বুধবার) করোনায় ছয়জন, ২০ জুলাই ১৩ জন, ১৯ জুলাই ১৩ জনের মৃত্যু হয়। ঈদুল আজহার সময় করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এলেও আবারও বাড়ছে সে সংখ্যা।
ঈদের সময় মানুষের মাস্ক পরতে না চাওয়া, স্বাস্থ্যবিধি না মানা ও শারিরীক দূরত্ব না মেনে ঘুরে বেড়ানোর কারণে সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ ও উপসর্গে ৪ জন মোট ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- নগরীর রায়পাড়া এলাকার ফজলুর রহমান (৭০), টুটপাড়ার সাহিদা বেগম (৬২), ঝিনাইদহের কোটচাঁদপুরের বজলুল (৬৫) ও একই এলাকার পাশপাতিয়া এলাকার আ. রহমান (৪৬)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নগরীর হাজী মহসিন রোডের আবুল বাশার ফারাজী (৫৫) নামে এক রোগী মারা গেছেন।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪ রোগী মারা গেছেন। মৃত ব্যক্তিরা হলেন- ডুমুরিয়ার পলাশ সরকার (৩৬), নগরীর টুটপাড়ার তরিকুল (৬৩), ধর্ম সভা এলাকার স্বপ্না (৪২) ও দৌলতপুরের মাহাবুবা (৪২)।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার দৌলতপুরের পাবলা এলাকার তাহমিনা বেগম (৮৪), বাগেরহাট ফকিরহাটের গাউস শেখ (৬৫) ও নড়াইল কালিয়ার কলাগাতী এলাকার নয়ন ঘোষ (৩৫)।
সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় খুলনার ১৭৮, বাগমারা মেইন রোডের শিখা রানী রায় (৫৫) ও ডুমুরিয়ার থুকড়া শাহপুরের আফিয়া খানম (৩৫) নামে দুই রোগী মারা গেছেন।
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
এমআরএম/এনটি

Related Keywords

Bangladesh ,Daulatpur ,Bangladesh General ,Khulna ,Bagerhat ,Aafia Khanom ,July John ,Eid Azhar ,Kotchandpur Bazlul ,Tahmina Begum ,Kazi Abu Rashid ,Queen Roy ,Mirpur Kalia ,Sheikh Abu Nasser ,Gazi Medical College Hospital John ,Khulna Medical College Hospital ,City Medical College Hospital ,Gazi Medical College Hospital ,Hospital John ,General Hospital ,Fazlur Baby ,City Haji Mohsin Road ,Gazi Rahman Baby ,Khulna Daulatpur ,Bagerhat Gauss Sheikh ,Maine Road ,பங்களாதேஷ் ,டவுள்டபுர் ,கூழ்ந ,ஜூலை ஜான் ,ராணி ராய் ,ஷேக் நாசர் ,கூழ்ந மருத்துவ கல்லூரி மருத்துவமனை ,நகரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ,காஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனை ,மருத்துவமனை ஜான் ,ஜநரல் மருத்துவமனை ,மைனே சாலை ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.