comparemela.com


জাতীয়
ছেলে করোনা আক্রান্ত শুনে মায়ের মৃত্যু, পরে মারা গেলেন বাবা-ছেলে
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
সিরাজগঞ্জ: ছেলে করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি, এমন খবর পেয়ে প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মা। পরবর্তীতে করোনা আক্রান্ত ওই ছেলের মৃত্যুর খবরে হৃদরোগে মারা গেলেন বাবাও।
 
সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর গ্রামে মাত্র তিনদিনের ব্যবধানে একই পরিবারের এ তিন সদস্যের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন- সদানন্দপুর গ্রামের আব্দুল মান্নান সিদ্দিকী (১০৫), তার স্ত্রী রাবেয়া বেগম (৯৫) ও তাদের ছেলে ল্যান্স কর্পোরাল (অব.) শহিদুল ইসলাম স্বপন (৬৫)।  
শনিবার (২৪ জুলাই) বিকেলে স্বাস্থ্যবিধি মেনে বাবা ও ছেলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন কর হয়। এর আগে ঈদের দিন বুধবার (২১ জুলাই) মারা যান রাবেয়া খাতুন।  
ওই গ্রামের বাসিন্দা ও সিরাজগঞ্জ জেলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি ফিরোজ আহমেদ জানান, সপ্তাহখানেক আগে করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন সেনাবাহিনীর সাবেক ল্যান্স কর্পোরাল শহিদুল ইসলাম স্বপন। বুধবার (২১ জুলাই) তার অবস্থা খারাপ হওয়ায় ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এদিকে ছেলের অবস্থা খারাপ শুনে তার মা রাবেয়া বেগম ঈদের দিন দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।  
অপরদিকে, শনিবার (২৪ জুলাই) ছেলে শহিদুল ইসলাম স্বপন মারা যান। তার মৃত্যুর খবর শুনে দুপুরের দিকে বাবা আব্দুল মান্নান সিদ্দিকীও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।  
সয়দাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য খোরশেদ আলম খলিল বলেন, শনিবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে বাবা-ছেলের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  
বাংলাদেশ সময়: ০৩১০ ঘন্টা, জুলাই ২৫, ২০২১
এমআরএ

Related Keywords

Bangladesh ,Sirajganj District ,Rajshahi ,Islam Swapan ,Rabia Khatun ,Rabia Begum ,Salam Khalil ,Lance Corporal ,Rabia Begum Eid ,Feroz Ahmed ,Union Council ,Sirajganj Headquarters District Union ,Association President Feroz Ahmed ,Her State ,Truth Alam Khalil ,பங்களாதேஷ் ,ராஜ்ஷாஹி ,இஸ்லாம் ஸ்வப்பன் ,ரபியா கடுங் ,ரபியா பிச்சம் ,லான்ஸ் கார்போரல் ,தொழிற்சங்கம் சபை ,அவள் நிலை ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.