comparemela.com


দর্শনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫০ বছর।
 
রোববার (১৮ জুলাই) সকালে দর্শনা মা ও শিশু হাসপাতালের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  
পুলিশ জানায়, সকালে দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  
তিনি আরও জানান, সাদা পাঞ্জাবি ও চেক লুঙ্গি পরা ওই ব্যক্তি কোনো নৈশকোচের ধাক্কায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
এসআই

Related Keywords

Bangladesh , ,District Darshana ,Her Age ,General Hospital ,Legal Law ,பங்களாதேஷ் ,ஜநரல் மருத்துவமனை ,சட்டப்பூர்வமானது சட்டம் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.