comparemela.com


বরিশালে একদিনে শনাক্ত ৫০০, মৃত্যু ১৩
স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
বরিশাল: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৫শ’ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৯৬ জনে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য জানান।  
তিনি আরও জানান, একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জন ও করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে শুধুমাত্র পিরোজপুর জেলায় তিনজন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩শ’ ৬৮ জনে দাঁড়িয়েছে।
তিনি জানান, মোট আক্রান্ত ২৪ হাজার ৫৯৬ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬শ’ জন।  
আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ১শ’ ৯২ জন নিয়ে মোট ১০ হাজার ৪শ’ ৯৮ জন, পটুয়াখালী জেলায় নতুন ৫৯ জন নিয়ে মোট ৩ হাজার ৭৯ জন, ভোলা জেলায় নতুন ৪৭ জনসহ মোট ২ হাজার ৪শ’ ১৬ জন, পিরোজপুর জেলায় নতুন ৭১ জন নিয়ে মোট ৩ হাজার ৪শ’ ৮ জন, বরগুনা জেলায় নতুন ৪৬ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৮৯ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৮৫ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১শ’ ৬ জন।
এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জনের এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২শ’ ৩৫ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬শ’ ৩৯ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৬শ’ ৩৯ জনের মধ্যে ৪৯ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।
ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৮ জন ও করোনা ওয়ার্ডে ২৬ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২শ’ ৭৯ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১০৩ জন করোনা ওয়ার্ডে এবং ১৭৬ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। আরটি পিসিআর ল্যাবে মোট ২শ’ ৩ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৬১ শতাংশ পজিটিভ শনাক্তের হার।  
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
এমএস/এমআরএ

Related Keywords

Bhola District ,Barisal ,Bangladesh ,Patuakhali District ,Barisal District ,Vasudeva Kumar ,Barisal Medical College , ,Barisal Shere Bengali Medical College ,Barisal District New ,Patuakhali District New John ,Bhola District New ,District New John ,Jhalakhati District New John ,Test Report ,போலா மாவட்டம் ,பாரிசல் ,பங்களாதேஷ் ,பாரிசல் மாவட்டம் ,பாரிசல் மருத்துவ கல்லூரி ,சோதனை அறிக்கை ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.