comparemela.com


কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ দুইজন নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
কুষ্টিয়া: কুষ্টিয়ার মধুপুরে সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শফিউল আজম ও তার মামাতো ভাই এনামুল ইসলাম নিহত হয়েছেন।
বুধবার (১৪ জুলাই) সকাল ৭টার সময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মধুপুর কলারহাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
শফিউল আজম কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর বাজারপাড়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে ও এনামুল ইসলাম একই ইউনিয়নের চরপাড়া এলাকার আব্দুল গনি মণ্ডলের ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকাল ৭টার দিকে দুজন মোটরসাইকেল আরোহী ঝিনাইদহ থেকে কুষ্টিয়ায় আসছিলেন। পথে মধুপুর কলারহাটের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি রড বোঝায় লং ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক এনামুল ইসলামের মৃত্যু হয়।  
স্থানীয় গুরুতর আহত অবস্থায় শফিউল আজমকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শিক্ষক শফিউলের ভাইরা স্বপন জানান, মাকে দেখার জন্য শফিউল তার মামাতো ভাই এনামুলের সঙ্গে সাতক্ষীরা থেকে কুষ্টিয়ার আমলার খয়েরপুরে আসার পথে মধুপুরে দুর্ঘটনার কবলে পড়ে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
আরএ

Related Keywords

Bangladesh ,Charpara ,Bangladesh General ,Enamul Islam ,Jhenaidahaa Kushtia ,Abdul Gani Mandal ,Satkhiraa Kushtia Amla ,Abdul Khaliq ,Union Charpara ,Tigers Azam Kushtia Mirpur District Amla Union ,College Associate Professor Tigers Azam ,Kushtia Road ,Kushtia Jheenaidoh ,Kushtia Highway ,State Tigers ,Kushtia General Hospital ,Mom View For Tigers Her ,Kushtia Amla ,பங்களாதேஷ் ,சார்பற்ற ,அப்துல் கனி மண்டல் ,அப்துல் க்யாலிக் ,நிலை புலிகள் ,குஷ்டியா ஜநரல் மருத்துவமனை ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.