comparemela.com


আন্তর্জাতিক
হ্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান বাইডেনের
আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার (৯ জুলাই) রাশিয়া থেকে পরিচালিত সাইবার ক্রাইমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
জো বাইডেন বলেন, আমেরিকার জনগণকে রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় সাইবার হামলার হুমকি মোকাবিলায় যুক্তরাস্ট্র ‘প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেবে’। অব্যাহত সাইবার হামলা থেকে জনগণ এবং জরুরি অবকাঠামো রক্ষায়ও পদক্ষেপ নেবে যুক্তরাস্ট্র।
এতে যুক্তরাস্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশ প্রভাবিত হচ্ছে। রাশিয়া থেকে সাইবার হামলা চালানো অপরাধী গ্রুপগুলোর বিরুদ্ধে রাশিয়ার ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন বাইডেন।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
এসআরএস

Related Keywords

Bangladesh ,United States ,Russia ,White House ,District Of Columbia ,Vladimir Putin ,Joe Biden ,Cyber Crime ,For Russia President Vladimir Putin ,Cyber Assault ,Cyber Assault Run ,Russia Law ,பங்களாதேஷ் ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,ரஷ்யா ,வெள்ளை வீடு ,மாவட்டம் ஆஃப் கொலம்பியா ,விளாடிமிர் புட்டின் ,ஓஹோ பிடென் ,சைபர் குற்றம் ,ரஷ்யா சட்டம் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.