comparemela.com


দিল্লি, কলকাতা, আগরতলা
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার বিখ্যাত হাড়িভাঙা আম পাওয়ার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রতি উপহারস্বরূপ সুস্বাদু আনারস পাঠালেন।
রোববার (১১ জুলাই) আখাউড়া সীমান্ত দিয়ে আনারসগুলো বাংলাদেশে পাঠানো হয়।
এ সময় আখাউড়া সীমান্তে উপস্থিত ছিলেন ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনের সহকারী হাইকমিশনার উদিত ঝাঁ। ত্রিপুরা সরকারের তরফে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অন্তর্গত উদ্যান এবং ভূমি সংরক্ষণ অধিদপ্তরের অধিকর্তা ড. ফনী ভূষন জমাতিয়া, সহঅধিকর্তা ড. দীপক বৈদ্য, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য এবং পর্যটন দপ্তরের অধিকর্তা টি কে চাকমা, আখাউড়ার ভারতীয় ইন্টিগ্রেটেট চেকপোস্টের ম্যানেজার দেবাশীষ নন্দীসহ অনেকে। এছাড়া বাংলাদেশে ও ভারতীয় কাস্টমসের আধিকারীকরা এসময় উপস্থিত ছিলেন।  
ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এসব আনারস গ্রহণ করেন ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনের সহকারী হাইকমিশনার উদিত ঝাঁ। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, এই যে দুই দেশের মধ্যে ফল বিনিময় চলছে, এতে করে মৈত্রীর সম্পর্ক আরো সুমধুর হবে। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এতে বাণিজ্যিক সম্পর্কও বৃদ্ধি পাবে।  
উদ্যান এবং ভূমি সংরক্ষণ অধিদপ্তরের অধিকর্তা ড. ফনী ভূষন জমাতিয়া বলেন, মুখ্যমন্ত্রীর তরফে মোট ১০০টি প্যাকেটে করে ত্রিপুরার অন্যতম সুস্বাদু কিউ প্রজাতির আনারস পাঠানো হচ্ছে। মোট ৪০০টি আনারস পাঠানো হয়েছে, প্রতিটি প্যাকেটে চারটি করে আনারস রয়েছে।  
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
এসসিএন/এসআই

Related Keywords

Bangladesh ,India ,Tripura ,Rangpur ,Agartala , ,India High Commission ,Prime Minister ,Bangladesh Sheikh ,Mango Power ,Kumar Dev ,High Commissioner ,Government Agriculture ,Doe Director ,Travel Office Director Tk Chakma ,Tripura State ,Bangladesh Sheikh Minister ,பங்களாதேஷ் ,இந்தியா ,திரிபுரா ,ரங்க்பூர் ,அகர்தலா ,இந்தியா உயர் தரகு ,ப்ரைம் அமைச்சர் ,பங்களாதேஷ் ஷேக் ,குமார் தேவ் ,உயர் ஆணையர் ,டோ இயக்குனர் ,திரிபுரா நிலை ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.