comparemela.com


স্বাস্থ্য
খুলনায় ফের বেড়েছে করোনায় মৃত্যু, একদিনে ৬০ জন
সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
খুলনা: খুলনা বিভাগে একদিন করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কিছুটা হ্রাস পাওয়ার পর আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ৬০ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯১ জনের। এ নিয়ে বিভাগে শনাক্তের সংখ্যা ৭১ হাজার ছাড়ালো।
রোববার (১১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।
এর আগে শনিবার (১০ জুলাই) ৪৬ জনের মৃত্যু হয়েছিল। আর শুক্রবার (৯ জুলাই) বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এ বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৩ জন, নড়াইলে ৭ জন, যশোর ও চুয়াডাঙ্গায় ৬ জন করে, মেহেরপুরে ৫ জন, মাগুরা ৪ জন, ঝিনাইদহে ৩ জন ও বাগেরহাটে ২ জন মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭১ হাজার ৫৫০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৯৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ২৯৯ জন।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
এমআরএম/এএটি

Related Keywords

Bangladesh ,Jessore ,Khulna ,Khulna District ,Bagerhat ,Bangladesh General ,Chuadanga John ,Sultan John ,Magura John ,Kushtia John ,Rasheda Sultana ,Blu John ,Health Do , ,Health Doe ,Bagerhat Ii John ,பங்களாதேஷ் ,ஜெசோர் ,கூழ்ந ,கூழ்ந மாவட்டம் ,ராஷஎத சுல்தானா ,ஆரோக்கியம் செய் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.