comparemela.com


তথ্যপ্রযুক্তি
বঙ্গবন্ধুর তথ্য তুলে ধরতে ডিজিটাল মিডিয়া শক্তিশালী মাধ্যম: পলক
স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, জুলাই ৬, ২০২১
ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত ও সংগ্রামী জীবনের ইতিহাস, তথ্য-উপাত্ত তুলে ধরার জন্য ডিজিটাল মিডিয়া এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী মাধ্যম।
সোমবার (৫ জুলাই) ‘মুজিব অলিম্পিয়াড’র বিজয়ীদের নাম ঘোষণার অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
 
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, শেখ মুজিবুর রহমানের ব্যক্তি, রাজনৈতিক ও রাষ্ট্রীয় কর্মজীবন সম্পর্কিত বিষয়াবলী নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আইসিটি বিভাগের আইসিটি অধিদপ্তর এ প্রতিযোগিতার আয়োজন করে।
অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে তরুণদের কাছে বঙ্গবন্ধুকে চর্চার সুযোগ তৈরি করে দিতে হবে। আর এই সুযোগ কাজে লাগিয়ে করোনাতেও আইসিটি বিভাগ কোটি কোটি মানুষের কাছে বঙ্গবন্ধুকে পৌঁছে দিয়েছে।
বঙ্গবন্ধু হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে উল্লেখ করে পলক বলেন, বর্তমান ও আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে গড়ে উঠতে এ অনলাইন প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, জাতির পিতার জীবন আর্দশ, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে গড়ে উঠতে হবে।  
আইসিটি বিভাগের সিনিয়র সচিব নিয়াজ মোহাম্মাদ জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি অধিদপ্তর মহাপরিচালক এ বি এম আরশাদ হোসেন, সিআরআই সমন্বয়ক তন্ময় আহমেদ।
ভার্চ্যুয়াল মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি জানান, বিজয়ীদের শারীরিকভাবে উপস্থিত হতে পারার সুযোগ না থাকায় স্থানীয় জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে তাদের কাছে একলাখ টাকা করে পুরস্কার পৌঁছে দেওয়া হবে।
বিজয়ীরা আগামী ১৪ জুলাইয়ের মধ্যে প্রত্যেকেই নিজ নিজ জেলা প্রশাসকের কাছ থেকে পুরস্কারের টাকা বুঝে নেবেন।
উল্লেখ্য, মুজিব অলিম্পিয়াডে ‘অনলাইন কুইজ’ পর্বে ১০ জন এবং ‘আমার বঙ্গবন্ধু প্রতিযোগিতা’য় বিজয়ী হয়েছেন ১২ জন।
কুইজের শত প্রশ্নের সঠিক জবাব দিয়ে ১০ বিজয়ীর মধ্যে রয়েছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. নাজিব আলম ও মুহাম্মাদ আতিকুল্লাহ, বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজের রাজলক্ষ্মী মণ্ডল ও সাবিত ইবনে মুয়াজ, ভোলার চরফ্যাশনের শেখ মাহের আনসারি মাহিম, নেত্রকোনার আব্দুল্লাহিল রাকিব আল হাসান, বগুড়ার সদরের মুহাম্মাদ কামরুজ্জামান জারিফ, গাইবান্ধার তালহা জুবায়ের এবং ঢাকার মিরপুরের মার্জু আলম ও জিগাতলার সিফাত রাব্বি প্রিয়ম।
এছাড়াও আমার বঙ্গবন্ধু প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- নারায়ণগঞ্জের সিদরাতুল মুনতাহা, ঢাকার ইসরাত জাহান নূর ইভা, বর্ণিক বৈশ্ব, সাইফুল ইসলাম খান, আফিদ নূর, পিরোজপুরের চন্দ্রিকা মণ্ডল, গোপালগঞ্জ থেকে বিশ্বজিৎ সরকার, পটুয়াখালীর এ এন এম আকিব, ঝালকাঠির শতদল বিশ্বাস, জয়পুর হাটের হাবিবা সুলতানা বৃষ্টি, শরীয়তপুরের দেওয়ান ফারিয়া তাসনিম এবং নরসিংদীর মোছামাৎ তহুরা আক্তার তন্বি।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০২১
এসআরএস

Related Keywords

Bangladesh ,Patuakhali ,Khulna ,Mymensingh ,Bangladesh General ,Jaipur Hat ,Rajshahi ,Sheikh Maher Ansari Mahim ,Muhammad Qamruzzaman Zarif ,Talha Zubair ,Junaid Ahmed ,Casio Islam Khan ,Najib Alam ,Niaz Muhammad Zia Alam ,Bm Arshad Hussain ,Gopalganja Biswajit ,Habiba Sultana ,Mirpur Alam ,Bmw ,Barisale Bengali Medical College ,Mymensingh Agriculture University ,Mujib Rahman ,For Digital ,State Junaid Ahmed ,Sheikh Mujib Rahman ,Senior Secretary Niaz Muhammad Zia Alam ,Local District Administrator ,District Administrator ,Letters Olympiad ,Bengali Medical College ,Bin Muaz ,Bhola Communication Sheikh Maher Ansari Mahim ,Netrokona Abdullahil Rakib Al Hassan ,District Talha Zubair ,Luqman Rabbi ,Whether Chandrika ,Jhalakhati Surprise ,Jaipur Hat Habiba Sultana ,Shariatpur Dewan Faria Tasnim ,Narsingdi Tahura Meters ,பங்களாதேஷ் ,கூழ்ந ,ம்ய்மேஞ்சிங்க் ,ராஜ்ஷாஹி ,தல்ஹா ஜுபைர் ,ஹபீபா சுல்தானா ,பிஎம்டபிள்யூ ,முஜிப் ரஹ்மான் ,க்கு டிஜிட்டல் ,ஷேக் முஜிப் ரஹ்மான் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.