comparemela.com


বোয়ালখালীতে ৩১ রোহিঙ্গা গ্রেফতার
স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জুন ২৭, ২০২১
ফাইল ছবি।
চট্টগ্রাম: রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৩১ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
শনিবার (২৬ জুন) দিবাগত রাতে বোয়ালখালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বলে বাংলানিউজকে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।
তিনি বলেন, ‘শনিবার রাতে বোয়ালখালীর বিভিন্ন স্থানে পুলিশের ২টি টিম সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এসময় ৩১ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতে পাঠানো হবে’।  
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘন্টা, জুন ২৭,২০২১
এমএম/এসি/টিসি

Related Keywords

Bangladesh ,Boalkhali ,Bangladesh General ,Abdul Karim Sahitya Bisharad ,John Rohingyas ,Boalkhali Ps Police , ,Karim Sahitya Bisharad ,பங்களாதேஷ் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.