comparemela.com


জাতীয়
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার মধ্যে বিনিয়োগের সুযোগ বাড়ানোর আহ্বান
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, জুন ১৭, ২০২১
ঢাকা: বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বক্তারা। সিউলের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক ওয়েবিনারে এই আহ্বান জানানো হয়।
বুধবার (১৬ জুন) ‘বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া: বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ’ শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে তথ্যপ্রযুক্তি, ওষুধ  এবং বায়োটেক শিল্প  এবং এ খাতসমূহে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা করা হয়। ড. মোস্তফা আবিদ খান, সাবেক সদস্য, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ওয়েবিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন।
ওয়েবিনারে সংসদ সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সাম্প্রতিক সময়ে অর্থনীতিতে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনাসমূহ উল্লেখ করেন এবং বাংলাদেশের সম্ভাবনাময় খাত তথা তথ্যপ্রযুক্তি ও ওষুধ শিল্প খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ওয়েবিনারের সম্মানিত অতিথি বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান তার বক্তব্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নে উপরোক্ত খাতসমূহে আরো বিনিয়োগের জন্য দু’দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আহবান জানান।  
 
ওয়েবিনারে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সরকারি ও বেসরকারি বাণিজ্য সংস্থাসমূহের ঊর্ধ্বতন ব্যক্তি এবং প্রতিনিধিরা অংশ নেন।
ওয়েবিনারে অংশগ্রহণ করা বাংলাদেশের বক্তারা হলেন- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের সচিব সুলতানা আফরোজ ,বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ (বেপজা)-এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এর ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিবিসিআই)-এর সভাপতি মো. জসিম উদ্দিন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সভাপতি সৈয়দ আলমাস কবীর।
দক্ষিণ কোরিয়ার পক্ষে বক্তারা ছিলেন-কোরিয়া ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হং কোয়াং হি, কোরিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হাকি জো এবং ইয়ং করপোরেশনের চেয়ারম্যান কাইহাল সুং।
বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, জুন ১৭, ২০২১
টিআর/আরআইএস

Related Keywords

Bangladesh ,South Korea ,Korea ,Sultana Afrin ,Kumar Ghosh ,Syed Almas Kabir ,Abid Khan ,Korea International ,Importers Association ,Jasim Ahmede Bangladesh Association Ab Software ,Joee Young Corporation ,Information Technology ,Federation Ab Bangladesh Commerce ,Bangladesh Computer Council ,Information Services ,Seoul Bangladesh Embassy ,Wireless Abid Khan ,Prime Minister ,Investment Advisor Salman Fazlur Baby ,Guest Bangladesh ,South Korea Ambassador Lee Jang Her ,Bangladesh Investment ,Chairman Subject Islam ,Secretary Sultana Afrin ,Shoes Islam ,Bangladesh Hi Tech Park ,Pratim Dev ,Jasim Ahmed ,Bangladesh Association Ab Software ,President Syed Almas Kabir ,Importers Association President Hong ,Chairman Joe ,Young Corporation Chairman Sung ,பங்களாதேஷ் ,தெற்கு கொரியா ,கொரியா ,குமார் கோஷ் ,சையத் அல்மாஸ் கபீர் ,ஓர் முயற்சி காந் ,கொரியா சர்வதேச ,இறக்குமதியாளர்கள் சங்கம் ,தகவல் தொழில்நுட்பம் ,பங்களாதேஷ் கணினி சபை ,தகவல் சேவைகள் ,ப்ரைம் அமைச்சர் ,பங்களாதேஷ் முதலீடு ,பங்களாதேஷ் வணக்கம் தொழில்நுட்பம் பூங்கா ,ப்ரெஸிடெஂட் சையத் அல்மாஸ் கபீர் ,தலைவர் ஓஹோ ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.