comparemela.com


bangladesh extends strict nationwide covid-19 lockdown till july 14
নিয়ন্ত্রণে আসেনি করোনা, কঠোরতম লকডাউনের পথে বাংলাদেশ
Elina Dutta | Lipi | Updated: 23 Jul 2021, 09:39:00 AM
Subscribe
৫ এপ্রিল থেকে নানা বিধিনিষেধ জারি হলেও করোনা নিয়ন্ত্রণে আসেনি। তাই এবার এই কঠোরতম বিধিনিষেধ বাংলাদেশে।শুক্রবার থেকে বাংলাদেশে শুরু হচ্ছে ১৪ দিনের ‘সবচেয়ে কঠোরতম বিধিনিষেধ’...
 
এই সময় ডিজিটাল ডেস্ক: ঈদের কারণে করোনার সংক্রমণ রোধ করার জন্য বাংলাদেশে চলা বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। ঈদ হয়ে যাওয়ার পরে, আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে আবার শুরু হচ্ছে ১৪ দিনের ‘কঠোর লকডাউন’।
‘কি কি বিধিনিষেধ থাকছে তা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। সেই মতই তা হবে। এই বিধিনিষেধ হবে ‘সবচেয়ে কঠোরতম বিধিনিষেধ’’ বলে জানিয়েছেন বাংলাদেশের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বাংলাদেশের মন্ত্রিপরিষদ জানিয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে। এই ১৪ দিন সব ধরনের শিল্পকারখানাও বন্ধ থাকবে। এই সময়ে সব সরকারি, আধা সরকারি এবং বেসরকারি অফিস, সড়ক, রেল সহ সব গণপরিবহন বন্ধ থাকবে। অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ থাকলেও আন্তর্জাতিক বিমান চালু থাকবে। দেশের রাজধানী ঢাকার সঙ্গে দেশের অন্য অংশের কোনও যোগাযোগ থাকবে না।
শপিং মল, মার্কেটসহ সব দোকান, পর্যটনকেন্দ্র, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। খোলা থাকবে একমাত্র জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত অফিস এবং যানবাহন। অত্যাবশ্যকীয় কাজের সঙ্গে যুক্তরা অফিসের পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত করতে পারবেন। কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করা যাবে। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি করতে পারবে, কিন্তু সেখানে বসে খাওয়া যাবে না।
খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ মিল–কারখানা , ওষুধ, অক্সিজেন ও করোনার প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্পও এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। শুক্রবার থেকে সব কিছু বন্ধ। তাই ঈদের জন্য যারা কাজের জায়গা থেকে বাড়ি ফিরেছিলেন, তাদের আজকে ফিরে যাওয়ার তাড়া। সেইজন্য লঞ্চ, বাস, গাড়ি, যে যা পাচ্ছেন তাতেই ফিরছেন। যাতে কঠোরতম বিধিনিষেধ সবাই মেনে চলেন, তা নিশ্চিত করার জন্য রাস্তার সেনাও নামানো হবে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। এপ্রিল থেকে নানা বিধিনিষেধ জারি হলেও করোনা নিয়ন্ত্রণে আসেনি। তাই এবার এই কঠোরতম বিধিনিষেধ বাংলাদেশে।
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
টাটকা খবরের আপডেট পেতে EI Samay ফেসবুক পেজ লাইক করুন
মন্তব্য করুন
এই বিষয়ে আরও পড়ুন

Related Keywords

Bangladesh , ,Community Centre ,R Public Administration State Twilight Hussain ,International Airplane ,Office Identity ,Entertainment Center ,For Bangladesh ,Start Being ,Feid For ,For Street Army ,பங்களாதேஷ் ,சமூக மையம் ,பொழுதுபோக்கு மையம் ,க்கு பங்களாதேஷ் ,தொடங்கு இருப்பது ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.