comparemela.com


actress sreelekha mitra speak up on body shaming
মেয়েদের মধ্যে কী খোঁজেন পুরুষরা? ব্যাখ্যা শ্রীলেখার
Sampita Das | EiSamay.Com | Updated: 09 Jul 2021, 09:35:00 AM
Subscribe
ভারতীয় পুরুষে অরুচি কাজকেই ভালোবাসেন শ্রীলেখা মিত্র এমনটাই জানিয়েছিলেন বেশ কয়েকদিন আগে। বরাবরই বডি শেমিং নিয়ে সরব তিনি। এবার জানালেন কেমন নারীদের পছন্দ করে পুরুষেরা ?
 
Subscribe
এই সময় ডিজিটাল ডেস্ক: বার বার বডি শেমিং-এর স্বীকার তিনি। এবার তা নিয়ে একটি ভিডিয়ো তৈরি করে ফেললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কখনও উড় কমেন্ট কখনও আবার সহকর্মীর কাছে থেকে জুটেছে 'থলথলে বৌদি' কটাক্ষ। কিন্তু, কোনও মন্তব্যই চুপ করাতে পারেনি শ্রীলেখাকে। বার বার সরব হয়েছেন তিনি। চন্দ্রবিন্দুর বিখ্যাত গানের লাইন এদিক ওদিক করে শ্রীলেখা বলছেন, ‘আমাকে মোটা বল না’।
সারা বিশ্বে যখন বডি শেমিং নিয়ে প্রতিবাদ চলছে তাঁর মধ্যেই কিছু লোক প্রতিনিয়ত বডি শেমিং করে যাচ্ছেন। শ্রীলেখা বরাবরই সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ। তাই তাঁর প্রতি মুহূর্তে খুঁটিনাটি ভাগ করে নেন তাঁর ফ্যানেদের সঙ্গে। শ্রীলেখা ভিডিয়োতে জানান, রোগা মেয়েদের নয় বরং ভালোবাসার আলিঙ্গনের সময় স্বাস্থ্যবান মেয়েদেরই পছন্দ করেন পুরুষেরা। শ্রীলেখার একটি ছবিতে ‘থলথলে বৌদি’ বলে মন্তব্য করেন অভিনেত্রী রিমঝিম মিত্র। তাঁর এই মন্তব্যে শ্রীলেখার পালটা সাওয়াল, ‘যে এরকম মন্তব্য করেছেন তিনি পারফেক্ট কি’?
তবে বেশ কিছুদিন আগেই ডেটিংয়ের জন্য কেমন ছেলে পছন্দ শ্রীলেখার সবটাই খোলাখুলি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে ডেটিং সেশনের এক ঝলক পোস্টও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। শ্রীলেখা নিজেই জানিয়েছিলেন, ডেটিংয়ের জন্য তাঁর ভারতীয় ছেলে একদম পছন্দ নয়। অভিনেত্রীর মতে, ভারতীয় ছেলেদের একদম ডেট করা যায় না। বরং কাজের সঙ্গেই ডেট করতে ভালবাসেন বলে স্বীকারোক্তি শ্রীলেখার। অভিনেত্রীর পোস্টে ব্যাপক শোরগোল পড়েছিল নেটপাড়ায়।
শ্রীলেখা মিত্র (ফাইল চিত্র)Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
টাটকা খবরের আপডেট পেতে EI Samay ফেসবুক পেজ লাইক করুন
মন্তব্য করুন
এই বিষয়ে আরও পড়ুন

Related Keywords

India ,Sreelekha Mitra , ,Trailers Post ,For His India ,Actress Post ,இந்தியா ,ஸ்ரீலேக மித்ரா ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.