comparemela.com


২ জুলাই : ইতিহাসে আজকের এই দিনে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:২৩, ২ জুলাই ২০২১
A-
A+
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২ জুলাই, শুক্রবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
ইতিহাসের পাতায় ২ জুলাই ঘটনাবলি :
৬৮৪ - কাবা ঘরের সংস্কার করা হয়।
৭১২ - মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়।
১৭৫৬ - নবাব সিরাজউদ্দৌলা কলকাতার নাম দেন আলীনগর।
১৭৭৬ - মন্টিনেন্টাল কংগ্রেস কর্তৃক আমেরিকার স্বাধীনতা ঘোষণা।
১৭৮১ - মহিশুরের হায়দার আলী ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত।
১৮৮৯ - ব্রাজিলে এক রক্তপাতহীন আন্দোলনের মাধ্যমে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
১৮৯০ - আফ্রিকায় ক্রীতদাস প্রথা বিলোপ এবং মাদক ব্যবসা বন্ধের ব্যাপারে আন্তর্জাতিক সম্মেলনে ব্রাসেলস চুক্তি পাস।
১৯৩০ - বাংলা ভাষা আন্দোলন-সংগ্রামের প্রথম সূতিকাগার এবং বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার আন্দোলন-সংগ্রামের অন্যতম জাতীয় রাজনৈতিক নেতা ধীরেন্দ্রনাথ দত্ত আইন অমান্য আন্দোলনের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গ্রেপ্তার হন।
১৯৩৭ - আটলান্টিক অতিক্রমকারী প্রথম নারী বৈমানিক আমেলিয়া ইয়ারহার্ট রহস্যজনকভাবে বিমানসহ নিখোঁজ।
১৯৬১ - সত্যাগ্রহ আন্দোলনের ধারাবাহিকতায় আসামের ভাষা পরিষদ ভাষা দাবি দিবস পালন করে।
১৯৬৪ - মার্কিন প্রেসিডেন্ট জনসেন নাগরিক অধিকার সংক্রান্ত আইন স্বাক্ষর করেন ।
১৯৬৭ - আদমশুমারি জালিয়াতির বিরুদ্ধে আসামের দাবি সপ্তাহ ১২ দিন দীর্ঘায়িত করা হয় এবং কাছাড় জেলার সর্বত্র পাবলিক সভা সমাবেশ করা হয় ।
১৯৭২ - ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ঐতিহাসিক সিমলা চুক্তিতে স্বাক্ষর করেন।
১৯৭৬ - রিপাবলিকক অব ভিয়েতনাম ভেঙে যায়। সমাজতান্ত্রিক উত্তর ভিয়েতনাম সোশ্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম ঘোষণা করে।
১৯৭৭ - পশ্চিমবঙ্গের সীমানার মধ্যেই দার্জিলিং পার্বত্য অঞ্চলকে স্বশাসিত অঞ্চল ঘোষণার সিদ্ধান্ত হয় রাজ্য ক্যাবিনেটে।
১৯৯৮ - যুক্তরাজ্যে ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং রচিত হ্যারি পটার উপন্যাস সিরিজের দ্বিতীয় বই হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস প্রকাশিত হয়।
২০০৩ - নর্থইষ্ট ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন (নিপকো) নামে জলবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়।
২০০৯ - দিল্লি হাইকোর্টের একটি রায়ে স্পষ্টত জানানো হয়েছে প্রাপ্তবয়স্কদের মধ্যে সম্মতিক্রমে সমকামিতার আচরণ অপরাধের আওতায় পড়ে না।
আজ যাদের জন্ম হয় :
১৭৩০ - জোসিয়া ওজেউড, ইংল্যান্ডের পটুয়া।
১৮৪৫ - যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ, বাঙালি সংস্কৃত পণ্ডিত,চিন্তাবিদ,সাংবাদিক ও জনপ্রিয় জীবনীগ্রন্থের প্রণেতা।
১৮৫৪ - জর্জ ইস্টম্যান, আমেরিকান উদ্ভাবক ও ইস্টম্যান কোডাক কোম্পানির প্রতিষ্ঠাতা।)
১৮৬৩ - আলবেয়ার কালামেত্ত, বিসিজি টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ।
১৮৬৫ - জর্জ ওয়াশিংটন কার্ভার, আফ্রো-আমেরিকান বিজ্ঞানী, আমেরিকার দক্ষিণাঞ্চলের কৃষিতে প্রভূত উন্নত সাধন করেন।
১৮৬৯ - শ্যামসুন্দর চক্রবর্তী স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট সাংবাদিক।
১৮৭৭ - হেরমান হেস, জার্মানিতে জন্মগ্রহণকারী নোবেল পুরস্কার বিজয়ী সুইজারল্যান্ডীয় কবি এবং চিত্রকর
১৯০৪ - পাবলো নেরুদা,১৯৭১ সালে সাহিত্যে নোবেলজয়ী চিলির কবি,কূটনীতিজ্ঞ ও রাজনীতিক।
১৯০৬ - জার্মান-মার্কিন পদার্থবিজ্ঞানী হান্স আলব্রেশ্‌ট বেটে জার্মানির স্ট্রাসবুর্গে জন্মগ্রহণ করেন।
১৯০৯ - বিমল রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।
১৯১৩ - উইলিস ইউগেন ল্যাম্বে, নোবেলজয়ী [১৯৫৫] মার্কিন পদার্থবিদ।
১৯২১ -সুকুমারী ভট্টাচার্য,প্রাচীন ভারতীয় সাহিত্য, ইতিহাস, সংস্কৃতির বিদগ্ধ গবেষক ও প্রখ্যাত অধ্যাপক।
১৯২৩ - নোবেল বিজয়ী পোলিশ কবি বিস্লাভা সিমবরস্কা।
১৯২৫ - কঙ্গোর স্বাধীনতা সংগ্রামী জননেতা প্যাট্রিস লুমুম্বা।
১৯৩৭ - লিওনেল জস্‌পাঁ, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৬৫ - সঞ্জয় মঞ্জরেকর, ভারতীয় টেস্ট ক্রিকেটার।
১৯৭৮ - টোফার গ্রেস, মার্কিন অভিনেতা।
১৯৯০ - রেচেল ব্রসনাহ্যান, মার্কিন ও ব্রিটিশ অভিনেত্রী।
আজ যাদের মৃত্যু হয় :
৯৩৬ - জার্মানির রাজা হেনরি দ্য ফাউলার।
১৫৬৬ - ফরাসি ভবিষ্যদ্বক্তা, জ্যোতিষী, লেখক এবং ঔষধ প্রস্তুতকারক ও চিকিৎসা সামগ্রী বিক্রেতা নস্ট্রাদামুস বা মিকেল দে নস্ট্রাদাম।
১৫৯১ - বিখ্যাত ইতালীয় সংগীতজ্ঞ ভিনসেঞ্জো গ্যালিলি (বিজ্ঞানি গ্যালিলিও গ্যালিলির বাবা)।
১৭৫৭ - নবাব সিরাজউদ্দৌলাকে মীরনের আদেশে মোহাম্মদী বেগ জাফরাগঞ্জ প্রাসাদের একটি কক্ষে হত্যা করে।
১৭৭৮ - ফরাসি দার্শনিক ও রাষ্ট্রতাত্ত্বিক জাঁ জ্যাক রুশো।
১৮৪৩ - হোমিওপ্যাথিক ঔষধ আবিষ্কারক জার্মানীর স্যামুয়েল হ্যানিম্যান।
১৮৮১ - মার্কিন যুক্তরাষ্ট্রের ২০তম প্রেসিডেন্ট জেমস আব্রাহাম গারফিল্ড।
১৯২৯ - বাঙালি নাট্যকার ও নাট্য অভিনেতা অমৃতলাল বসু।
১৯৬১ - বিখ্যাত মার্কিন লেখক আরনেষ্ট হেমিংওয়ে।
১৯৭৭ - রুশ-মার্কিন লেখক মোঁত্রো ভ্লাদিমির ভ্লাদিমিরভিচ নাবকফ।
১৯৯০ - মক্কা নগরীর নিকটে মিনার সুড়ঙ্গ দূর্ঘটনায় ১৪১৬ জন হাজী মারা যান।
১৯৯৪ - কলম্বিয়ার ফুটবল খেলোয়াড় এসকোবা একজন অস্ত্রধারীর গুলিতে নিহত হন ।
১৯৯৯ - আমেরিকার লেখক মারিও পুজো।
এসএ/

Related Keywords

Bengali ,Bangladesh General ,Bangladesh ,Adampur ,Andhra Pradesh ,India ,United States ,United Kingdom ,Congo ,Brazil ,Vietnam ,Republic Of ,Colombia ,Delhi ,Calcutta ,West Bengal ,Brussels ,Bruxelles Capitale ,Belgium ,Pakistan ,Germany ,Pablo Neruda ,Cundinamarca ,Italy ,Chile ,Poland ,France ,Polish ,Italian ,French ,American ,Mario Puzo ,George Eastman ,Hermann Hesse ,Amrita Lal Basu ,Indira Gandhi ,Lal Basu ,Harry Potter ,King Henry ,Qasim Sindh ,Jack Rousseau ,Vincenzo Galilei ,George Washington Carver ,James Abraham ,Topher Grace ,Eastman Kodak ,Bimal Roy International ,Delhi High Court ,Power Corporation ,Nawab Calcutta Name ,Haider Ali United Kingdom ,Pakistan State ,Dhirendranath Datta Law ,For United Kingdom ,Prime Minister ,India Indira Gandhi ,Vietnam Socialist Republic Ab ,Tipaimukh Dam ,Bengali Sanskrit ,United States South ,Chakraborty Independence ,Nobel Prize ,Nobel Chile ,Bethe Germany ,Old India Literature ,Congo Independence ,India Test ,Germany King Henry The ,Mecca City ,John Haji ,பெங்காலி ,பங்களாதேஷ் ,ஆதம்பூர் ,ஆந்திரா பிரதேஷ் ,இந்தியா ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,ஒன்றுபட்டது கிஂக்டம் ,காங்கோ ,பிரேசில் ,வியட்நாம் ,குடியரசு ஆஃப் ,கொலம்பியா ,டெல்ஹி ,கால்குட்டா ,மேற்கு பெங்கல் ,பிரஸ்ஸல்ஸ் ,ப்ரூக்ஸெல்ஸ் தலைநகரம் ,பெல்ஜியம் ,பாக்கிஸ்தான் ,ஜெர்மனி ,பப்லொ நெருடா ,இத்தாலி ,சிலி ,போல்யாஂட் ,பிரான்ஸ் ,போலீஷ ,இத்தாலிய ,பிரஞ்சு ,அமெரிக்கன் ,மரியோ பூஜொ ,ஜார்ஜ் ஈஸ்ட்மேன் ,ஹெர்மன் தயக்கம் ,அமிர்தா லால் பாசு ,இந்திரா காந்தி ,லால் பாசு ,ஹாரி பாடர் ,கிங் ஹென்றி ,கேஸிம் சிந்த் ,பலா ரூஸ்ஸோ ,வின்சென்சோ கலிலீ ,ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் ,தோபேர் கருணை ,ஈஸ்ட்மேன் கோடக் ,டெல்ஹி உயர் நீதிமன்றம் ,பவர் நிறுவனம் ,பாக்கிஸ்தான் நிலை ,க்கு ஒன்றுபட்டது கிஂக்டம் ,ப்ரைம் அமைச்சர் ,இந்தியா இந்திரா காந்தி ,திப்ைமுக் அணை ,ஒன்றுபட்டது மாநிலங்களில் தெற்கு ,நோபல் ப்ரைஸ் ,இந்தியா சோதனை ,மெக்கா நகரம் ,ஜான் ஹாஜி ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.