comparemela.com


মৌলভীবাজারে ঈদের নামায আদায়
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৯:০৭, ২০ জুলাই ২০২১
A-
A+
সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদ উল আযহার নামায আদায় করলেন জেলার অর্ধ শতাধিক মুসল্লী। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও কোরবানি করা হয়।
আজ মঙ্গলবার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউজ এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার উঠানে (আঙিনায়) এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাযে বিভিন্ন এলাকার লোকজন অংশ নেয়। নারীদের জন্য ছিল পৃথক ব্যবস্থা। 
নামাযে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি ভারত)। তিনি জানান, গত ১৫ বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখেই এই নামায আদায় করছেন। নামাজ শেষে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য পশু কুরবানী করা হয়।
এনএস//

Related Keywords

Saudi Arabia ,India ,Sylhet ,Bangladesh ,Saudi ,Allah ,Moulovibazar Eid , ,Saudi Arab ,Sylhet City ,சவுதி அரேபியா ,இந்தியா ,ஸைலெட் ,பங்களாதேஷ் ,சவுதி ,அல்லாஹ் ,சவுதி அரபு ,ஸைலெட் நகரம் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.