comparemela.com


Home / সারাদেশ / বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন নিবন্ধন শুরু
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন নিবন্ধন শুরু
দেশের এক লাখেরও বেশি আবাসিক শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা গ্রহণের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার ১ জুলাই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন(ইউজিসি)। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের এ শিক্ষার্থীরা যেন দ্রুত কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারে সেজন্য ইতোমধ্যে অনুমোদনও দিয়েছে সরকার।
ইউজিসি জানিয়েছে, তালিকারভুক্ত শিক্ষার্থীরা এখন সুরক্ষা ওয়েবসাইটে (www.surokkha.gov.bd)-এ যেয়ে ভ্যাকসিনের জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।
জানা যায়, আবাসিক শিক্ষার্থীদের নামের তালিকা পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে আগেই প্রেরণ করা হয়েছিল।
প্রসঙ্গত, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২২০টি আবাসিক ছাত্রাবাস বা হলে বর্তমানে প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী রয়েছে।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মুহাম্মদ জামিনুর রহমানের মতে, বৃহস্পতিবার পর্যন্ত ডাটাবেসে তালিকাভুক্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১২ হাজার ৮৯৬ জন।
জামিনুর আরও বলেন, তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
বার্তা কক্ষ ,২ জুলাই ২০২১

Related Keywords

Muhammad Rahman ,Health Do ,Public University ,Public University Management ,Public University Senior Hall ,Registration Start ,Report Senior ,Thursday July ,University Senior Hall ,For Registration ,Health Doe ,Senior Hostel ,University Management ,முஹம்மது ரஹ்மான் ,ஆரோக்கியம் செய் ,பொது பல்கலைக்கழகம் ,பதிவு தொடங்கு ,வியாழன் ஜூலை ,க்கு பதிவு ,பல்கலைக்கழகம் மேலாண்மை ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.