বর্তমানের আওয়ামী লীগকেও দেখলে মনে হয়, প্রায় ১০০ বছরের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অধিকারী সংগঠনটি এখন ওই অনড় অজগরের মতো। তার মধ্যে এতকালের জাগ্রত চেতনা অনুপস্থিত। দেশে এখন চলছে কোভিড-১৯-এর ভয়াবহ হামলা, সেই সঙ্গে যুক্ত হয়েছে মরণব্যাধি ডেঙ্গিজ্বর। টেলিভিশন খুললেই জীবিত রোগী ও মৃতের ছবি। মৃতের জন্য আত্মীয়স্বজনের আর্তনাদ। প্রত্যেক প্রবাসী বাঙালি নিজের জন্য যেমন উদ্বিগ্ন, তেমনই উদ্বিগ্ন দেশের আত্মীয়স্বজনের জন্য। এ সময় বঙ্গবন্ধু নিহত হওয়ার আগে কাদের টেলিফোন করেছিলেন বা জিয়ার কবরে কার লাশ তা নিয়ে কি বিতর্ক সৃষ্টি করা চলে? প্রধানমন্ত্রী নিজেও এ বিতর্কে যোগ দিয়েছেন। এ সময় এসব বিতর্কে জড়িত হওয়া কি কারও সাজে? বিশেষ করে তিনি যদি ক্ষমতাসীন দলের কেউ হন।