দক্ষিণ দমদম পুর এলাকায় দুই শতাধিক বাসিন্দা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে এক জনের মৃত্যুও হয়েছে। এখন প্রতিদিন গড়ে ১০ জন করে এই রোগে আক্রান্ত হচ্ছেন বলে খবর।
ডেঙ্গি মোকাবিলায় প্রতিটি পুরসভাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, পুরকর্মীদের দিয়ে দ্রুত প্রতিটি বাড়িতে সমীক্ষা চালাতে হবে। কোথাও জল বা আবর্জনা জমে থাকলে তা-ও অবিলম্বে সাফ করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠক বসে কলকাতা পুরসভায়। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ ছিলেন ওই বৈঠকে।
সুমিতা জানান, অনেক সময়েই রোগী বুঝতে পারেন না যে, তাঁর ডেঙ্গি হয়েছে। হয়তো কয়েক দিন জ্বর ছিল, সেরেও গিয়েছিল। ফলে নতুন করে ডেঙ্গি হলে রোগী আগের সমস্যাগুলোর কথা চিকিৎসককে বলেন না।