সিনিয়র প্রতিবেদক
প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন দৈনিক ভোরের পাতা ও দ্যা পিপলস টাইমস সম্পাদক ও প্রকাশক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য ও এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান। সুমহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বীর মুক্তিযোদ্ধারা এদেশের জন্য যে অবদান এবং অকৃত্রিম ত্যাগ স্বীকার করেছেন সেটিরই সেলুলয়েডে রূপায়ন করতে চান নব প্রজন্মের এই মুজিব সৈনিক।
শুক্রবার দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৪০৯তম পর্বের অনুষ্ঠানে আলোচক বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এ সংক্রান্ত একটি চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব দেন। এমনকি অনুষ্ঠানের অন্যতম প্রধান আলোচক অমর একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর দীর্ঘদিনের ঈচ্ছের কথাও জানান যে, স্পন্সরের অভাবে তিনি এমন চলচ্চিত্র নির্মাণ করতে পারছেন না। এটাই তার জীবনের শেষ ইচ্ছে।
একথা শোনার সঙ্গে সঙ্গেই লাইভ অনুষ্ঠানে ড. কাজী এরতেজা হাসান, অনুষ্ঠানের সঞ্চালক সাবেক তথ্য সচিব নাসির উদ্দিনের মাধ্যমে ফেসবুক লাইভে ঘোষণা দেন তিনি প্রবাসী মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা নিয়ে সিনেমা নির্মাণ করতে আগ্রহী। প্রথমে তিনি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সঙ্গে আলোচনা করে আগামী এক মাসের মধ্যেই যুক্তরাজ্যে যাবেন অন্যান্যদের সঙ্গে বিষয়টি নিয়ে সলাপরামর্শ করতে।
এ প্রসঙ্গে ড. কাজী এরতেজা হাসান বলেন, আমার জন্ম সাতক্ষীরাতে। জামায়াত-বিএনপি অধ্যুষিত এলাকাটিকে এক সময় মিনি পাকিস্তান বলা হতো। এখন পরিস্থিতি কিছুটা ভিন্ন। তবে বর্তমান জেলা আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার আদর্শিক নেতা কর্মীরা উন্নয়নের সরকারের পক্ষে জনগণকে টানতে সক্ষম হয়েছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম হিসেবে আমি বাবা মরহুম কাজী আব্দুল মান্নান এবং মা আজিজা মান্নানের মুখ থেকেই মুক্তিবাহিনীর বীরত্বের গল্প শুনে বড় হয়েছি। স্কুল জীবনেই আপন বড় ভাই কাজী হেদায়েত হোসেন রাজের সঙ্গে ছাত্রলীগের মিছিলে জয় বাংলা স্লোগান দিয়েছি। মুক্তিযুদ্ধের মহানায়কদের নিয়ে সিনেমা করার পরিকল্পনা আগেই ছিল।
শুক্রবার ভোরের পাতা সংলাপে অমর একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ) সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যুক্তরাজ্য স্টাডি সার্কেলের চেয়ারপারসন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোজাম্মেল আলী উপস্থিত ছিলেন।
তাদের কথা শুনে প্রবাসী মুক্তিযোদ্ধাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করছি, আগামী বছরই করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এ কাজ শুরু করবো। এ বিষয়ে কথা বলতে আগামী এক মাসের মধ্যেই যুক্তরাজ্য ভ্রমণ করে বীর মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলবো।
উল্লেখ্য, দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৪০৯তম পর্বে শুক্রবার আলোচক হিসেবে উপস্থিত হয়ে একাত্তরের সুমহান মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতিকথা তুলে ধরেন সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ) সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যুক্তরাজ্য স্টাডি সার্কেলের চেয়ারপারসন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোজাম্মেল আলী। দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
বিডি প্রতিদিন/এমআই
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।