মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত দেড় বছর ধরে বিপর্যস্ত পুরো বিশ্ব। ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও এখনো ভাইরাসটির কবল থেকে পুরোপুরি মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরই মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এলো। বলা হচ্ছে, ২০ বছর আগেও ভাইরাসটি পৃথিবীতে আঘাত হেনেছিল। তখন এটি মূলত পূর্ব এশিয়া অঞ্চলের কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। খবর প্রকাশ করেছে সিএনএন।
man makes cots with messages to raise awareness about covid 19 দেশ জিতবে, করোনা হারবে , খাটেই বার্তা বিক্রেতার
Kishore Seal | EiSamay.Com | Updated: 14 Jun 2021, 12:31:00 PM
Subscribe
একে অপরের হঁশ ফেরাচ্ছেন সাধারণ মানুষ। করোনা রুখতে সচেতনতাই যে একমাত্র উপায় তা বুঝতে পারছেন অনেকেই। এবার খাটে করোনা সচেতনতার বার্তা লিখে সংবাদ শিরোনামে খাটবিক্রেতা।
হাইলাইটস
মানুষ নিজে থেকে সচেতন হলে তবেই করোনাকে রোধ করা সম্ভব।
খাটের উপর করোনা সচেতনতার বার্তা
সকলকে সচে