পরিষদীয় দলের সদস্যদের শৃঙ্খলার পাঠ পড়াতে শৃঙ্খলারক্ষা কমিটি করা হচ্ছে। এই কমিটির চেয়ারম্যান হচ্ছেন পরিষদীয় মন্ত্রী। বাকি সদস্যরা হলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও স্বনির্ভর গোষ্ঠীর মন্ত্রী বিরবাহা হাঁসদা।
বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে নিয়ে জেলা তৃণমূল নেতাদের অনেকেই বিড়ম্বিত। কারণ, তিনি তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি। তাঁর প্রকাশ্য মন্তব্য দলের বক্তব্য বা রাজনৈতিক লাইন বলেই বিবেচিত হয়।
পঞ্চায়েত ভোটের টিকিট দেওয়া নিয়ে দলের সঙ্গে তাঁর দূরত্ব ঘোচেনি। আবার দলীয় নেতৃত্বকে নতুন চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। পাল্টা বার্তা তৃণমূলের।
উত্তর দিনাজপুর জেলার রাজনীতিতে নতুনদের সঙ্গে লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন প্রবীণ আব্দুল করিম চৌধুরী। ১১ বার বিধায়ক হওয়া এই নেতার অনুগামীদের পঞ্চায়েত ভোটে দলের টিকিটও দেয়নি তৃণমূল ।