comparemela.com

Latest Breaking News On - Buddhadeb bhattacharjee health update - Page 2 : comparemela.com

Buddhadeb Bhattacharjee Health Update | Former CM Buddhadeb Bhattacharjee remains on intermittent non-invasive ventilator support dgtl

গত ২৯ জুলাই শ্বাসনালি এবং ফুসফুসে গুরুতর সংক্রমণ নিয়ে আলিপুরের হাসপাতালে ভর্তি করানো হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। তার পর কেটে গিয়েছে ১১ দিন। এখন অনেকটা ভাল প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Buddhadeb Bhattacharjee Health Update | Health update of Ex Chief minister Budhhadeb Bhattacharjee who was admitted to hospital dgtl

গত ২৯ জুলাই থেকে দক্ষিণ কলকাতার আলিপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঙ্গলবার তাঁকে বাড়ি ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছে।

Buddhadeb Bhattacharjee | History of three time are of Ex CM Buddhadeb Bhattacharjee is written on letter box dgtl

প্রস্তুতি সারা। বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফেরার কথা বুদ্ধদেব ভট্টাচার্যের। পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট ঘুরে গিয়েছেন চিকিৎসক দল। গোটা পাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর অপেক্ষায়। অপেক্ষায় লেটার বক্সটাও।

Buddhadeb Bhattacharjee Health Update | West Bengal Ex CM Budhhadeb Bhattacharjee is taking liquid orally says Hospital dgtl

সোমবার সকালে বুদ্ধদেবের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখনও রাইলস টিউবের মাধ্যমে খাবার খাওয়ানো হচ্ছে। তবে মাঝে মাঝে মুখ দিয়েও খাচ্ছেন তিনি।

Buddhadeb Bhattacharjee Health Update | West Bengal Former Chief Minister Buddhadeb Bhattacharjee likely to be discharged from hospital dgtl

আগের থেকে এখন অনেকটাই ভাল রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গত ২৯ জুলাই থেকে আলিপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বুদ্ধদেব। বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।

© 2024 Vimarsana

vimarsana © 2020. All Rights Reserved.