হাসপাতাল থেকে বাড়ি ফেরার এক সপ্তাহ পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের রাইলস টিউব খোলা হল। তাঁকে অর্ধতরল এবং তরল খাবার দেওয়া হচ্ছে। বুদ্ধদেব ফলও খাচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
রোজই চিকিৎসকেরা তাঁকে দেখবেন। পরিচর্যার জন্য ‘হোম কেয়ার’ পরিষেবা নেওয়া হচ্ছে। তৈরি রাখা হয়েছে বাইপ্যাপ। আপাতত এ ভাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুরোপুরি সুস্থ করানোর প্রচেষ্টা চলছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বাড়ি যাওয়ার পথেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য চিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে। বুদ্ধদেব যখন বাড়ি পৌঁছবেন, তখনও এক জন চিকিৎসক তাঁর বাড়িতে উপস্থিত থাকবেন।
৫৯, পাম অ্যাভিনিউয়ের বাড়ির যে ঘরে বুদ্ধদেব সাধারণত থাকেন, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সেই ঘরেই তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে। বাড়িতে তাঁর জন্য গান শোনার ব্যবস্থাও করা হয়েছে।
হাসপাতালে থাকাকালীন গান শোনার ইচ্ছা প্রকাশ করেছিলেন বুদ্ধদেব। বাড়ি ফেরার পর তাই আলাদা করে তাঁর জন্য গান শোনার বন্দোবস্ত করা হয়েছে। আপাতত বাইপ্যাপ সাপোর্টে থাকবেন তিনি।