comparemela.com


রোড শোর লক্ষ্য ও উদ্দেশ্য সফল হয়েছে: বিএসইসি চেয়ারম্যান
উদয় হাকিম, সান ফ্রান্সিসকো থেকে || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৪:২০, ৪ আগস্ট ২০২১  
আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলস ও সান ফ্রান্সিসকোতে সফল ভাবে রোড শো অনুষ্ঠিত হয়েছে। রোড শোতে আমন্ত্রিত প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, দেশের শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি, বিনিয়োগবান্ধব সুযোগ-সুবিধা ও সম্ভাবনা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপ তুলে ধরা হয়েছে।  এসব অগ্রগতির চিত্র দেখে অনুষ্ঠানের অতিথি এবং বিনিয়োগকারীরা রীতিমত মুগ্ধ। যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে ‘রোড শো’ করা হয়েছে, তা পুরোপুরি সফল হয়েছে বলে মনে করেন বাংলাদেশ সিকিউরিজিট অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান (বিএসইসি) অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
যুক্তরাষ্ট্রের চারটি বড় শহরে অনুষ্ঠিত ‘দি রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড এবং ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’- শীর্ষক রোড শো’র সফলতা ও অর্জন সম্পর্কে আলাপকালে তিনি রাইজিংবিডির কাছে এ তথ্য জানিয়েছেন।
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘যুক্তরাষ্ট্রে রোড শো করার উদ্দেশ্যই হলো বাংলাদেশের সার্বিক অগ্রগতির চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরা।  এখানকার বিনিয়োগকারীরা জানিয়েছেন, তারা বাংলাদেশকে গ্লোবাল রাডারে দেখতে পাচ্ছিলেন না। বাংলাদেশ সম্পর্কে তারা যেসব তথ্য পাচ্ছেন, তা পুরোনো এবং নেতিবাচক তথ্য।  তাই আমরা বাংলাদেশের আসল চিত্রটি তুলে ধরেছি।  আমরা চাচ্ছি যে, বিশ্বের সব দেশ জানুক বাংলাদেশ আসলেই কি করছে। কেমন উন্নতি করছে। অর্থনৈতিক সূচকের কোন জায়গায় এমন আমাদের স্থান।  বাংলাদেশ কেন বিনিয়োগের জন্য উৎকৃষ্ট জায়গা।  তারা এখন সাহায্য বা ঋণের জন্য আর আসে না।  তারা বাংলাদেশে ট্রেড, বিজনেস ও রিলেশনশিপের জন্য আসে। এসব তথ্যই আমরা এ চার দিনের রোড শোতে তুলে ধরেছি।’
তিনি বলেন, ‘এবারের রোড শো’তে আমাদের দলে দেশের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ছিলেন। তাদের মুখ থেকে বিভিন্ন আগ্রগতির কথা শুনে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ সম্পর্কে উচ্চ ধারণা পেয়েছেন।  আর আমাদের দেশ সামনে উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। তাই তার প্রাথমিক দায়িত্বগুলোও এ রোড শো’তে পালন করা হয়েছে।  সার্বিক অগ্রগতির চিত্র দেখে মুগ্ধ হয়েছেন প্রবাসী ও আমেরিকান বিনিয়োগকারীরা।’
বিএসইসির চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে এখন কেন বিনিয়োগের উপযুক্ত সময়- তার প্রধান কারণগুলো রোড শো’তে বিভিন্ন তথ্য উপস্থাপন করে এবং প্রশ্নে জবাব দিয়ে বর্ণনা করা হয়েছে। বাংলাদেশের ডেমোক্রেটিভ ও ডেনসিটি সুবিধা, স্কিলড লেবার ফোর্স এবং মানুষের ক্রমবর্ধমান ক্রয়ক্ষমতার কারণে দেশে যে একটি বড় মার্কেট তৈরি হয়েছে তা আমরা জানিয়েছি এই রোড শো’তে। এছাড়া আমাদের জিওগ্রাফিক লোকেশন ও এনার্জি সলিউশন, ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্টের সচিত্র তথ্য প্রচার করা হয়েছে।’
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘রোড শো’তে আমন্ত্রিত বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখতে পেয়েছি। অনেকেই বিনিয়োগ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করি রোড শো’র মাধ্যমে পৃথিবীর বহিবিশ্বের সকলেই বাংলাদেশে বিনিয়োগে উৎসাহী হবেন। এর মাধ্যমে বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে।’
এনটি/এমএম

Related Keywords

New York ,United States ,Bangladesh ,Los Angeles ,California ,Washington ,American , ,Exchange Commission ,Express ,Energy Solutions ,Road Shore ,United States New York ,Angeles Angels ,Sun Success ,Progress Figure ,Exchange Commission Chairman ,Rise Ab Bengal Tiger ,Bangladesh Global ,October Road ,Advanced State ,Labour Force ,Many Investment ,புதியது யார்க் ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,பங்களாதேஷ் ,லாஸ் ஏஞ்சல்ஸ் ,கலிஃபோர்னியா ,வாஷிங்டன் ,அமெரிக்கன் ,பரிமாற்றம் தரகு ,எக்ஸ்பிரஸ் ,ஆற்றல் தீர்வுகள் ,ஒன்றுபட்டது மாநிலங்களில் புதியது யார்க் ,ஏஞ்சல்ஸ் தேவதூதர்கள் ,பரிமாற்றம் தரகு தலைவர் ,அக்டோபர் சாலை ,தொழிலாளர் படை ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.