comparemela.com

Card image cap


লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আজ পবিত্র হজ
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১০:৪৩, ১৯ জুলাই ২০২১  
আপডেট: ১১:৩৩, ১৯ জুলাই ২০২১
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক। লা শারিকা লাক।’ অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।
আজ পবিত্র হজ। লাখো মুসল্লির কণ্ঠে এই ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সৌদি আরবের মক্কার আরাফাতের ময়দান।
করোনার কারণে দ্বিতীয় বছরের মতো সীমিত পরিসরে পালিত হচ্ছে এবারের হজ। অবশ্য গত বছরের চেয়ে এবারে শর্তসাপেক্ষে বেশি সংখ্যক মানুষজনকে অনুমতি দেওয়া হয়েছে। 
আরব নিউজ ও আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের কারণে এ বছরও সৌদি আরবের বাইরে থেকে কোনো হজযাত্রীকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। সৌদি আরবে বাস করা দেশটির নাগরিক ও বিদেশি বাসিন্দাদের মধ্য থেকে ৬০ হাজার ব্যক্তি হজ করার অনুমতি পেয়েছেন। শুধু ১৫ থেকে ৬৫ বছর বয়সি সৌদি নাগরিক এবং দেশটিতে বাস করা ১৫০ দেশের নাগরিক হজ করার সুযোগ পেয়েছেন। সবাই দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন।
গত শনিবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ (সোমবার) সকালে মুসল্লিরা সমবেত হয়েছেন বিদায় হজের স্মৃতিজড়িত আরাফাতের ময়দানে। এখানে হাজির না হলে হজ পূর্ণ হয় না।
আজ (সোমবার) ফজরের নামাজের পরেই মিনা থেকে দলে দলে হাজিগণ আরাফার ময়দানে হাজির হন।  সফেদ-শুভ্র দুই খণ্ড কাপড়ের এহরাম পরিহিত হাজিরা সেখানে সূর্যাস্ত পর্যন্ত থাকবেন।  আরাফাত ময়দানের মসজিদে নামিরায় জোহরের নামাজের আগে খুতবা পাঠ করবেন মসজিদুল হারামের খতিব শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলা। খুতবা পাঠ শেষে জোহর ও আসরের ওয়াক্তের মাঝামাঝি সময়ে হাজিরা জামাতের সঙ্গে কছর নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফাতের ময়দানে অবস্থান করে আল্লাহ তাআলার জিকির-আসকার ও ইবাদতে মশগুল থাকবেন। এরপর মুজদালিফার উদ্দেশে আরাফার ময়দান ত্যাগ করবেন এবং মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ এশার ওয়াক্তে একত্রে পড়বেন এবং সমস্ত রাত অবস্থান করবেন। মিনায় জামরাতে নিক্ষেপ করার জন্য ৭০টি কংকর এখান থেকে সংগ্রহ করবেন।
মঙ্গলবার সকালে মিনায় ফিরে সেই পাথর তারা প্রতীকী শয়তানকে লক্ষ্য করে ছুড়বেন। এরপর কোরবানি দিয়ে ইহরাম ত্যাগ করবেন। সবশেষে কাবা শরিফকে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।
গত বছর থেকে আরাফার দিনের খুতবা সরাসরি বাংলাসহ ১০টি ভাষায় অনুবাদ করা হয়। বাংলাসহ অন্য যে ভাষায় সম্প্রচার হবে হজের খুতবা তা হলো—ইংরেজি, ফরাসি, তুর্কি, মালাইউ, চায়নিজ, উর্দু, ফারসি, রাশিয়ান ও হাউসা। এ বছর হজের খুতবার বাংলা অনুবাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের কক্সবাজার জেলার মাওলানা আ ফ ম ওয়াহীদুর রহমান। বর্তমানে তিনি মক্কা ইসলামি সেন্টারে দাঈ হিসেবে কাজ করছেন।
ঢাকা/টিপু
আরো পড়ুন  

Related Keywords

China , Saudi Arabia , Bengali , Bangladesh General , Bangladesh , Russia , France , Turkey , French , Chinese , Russian , Turkish , Saudi , Abdul Aziz , He Mecca Islamic Center , One Wall Mulch , Saudi Arab Mecca Arafat Maidan , Being October Hajj , Arab News , Saudi Arab , Saudi Arabia Bus , Hajj Arafat , Bin Abdul Aziz , Hajj Bengali , May Baby , சீனா , சவுதி அரேபியா , பெங்காலி , பங்களாதேஷ் , ரஷ்யா , பிரான்ஸ் , வான்கோழி , பிரஞ்சு , சீன , ரஷ்ய , துருக்கிய , சவுதி , அப்துல் அஜிஸ் , அரபு செய்தி , சவுதி அரபு , சவுதி அரேபியா பேருந்து , பின் அப்துல் அஜிஸ் , இருக்கலாம் குழந்தை ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.