comparemela.com


ইভ্যালির চেয়ারম্যান ও এমডির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
প্রকাশিত: ১২:১০, ১৭ জুলাই ২০২১  
আপডেট: ১৫:৪৪, ১৭ জুলাই ২০২১
ইভ্যালি ডটকমের এমডি মো. রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিন
ইভ্যালি ডটকমের চেয়ারম্যান শামীমা নাসরিন এবং এমডি মো. রাসেলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ইমরুল কায়েশ এ আদেশ দিয়েছেন।
শনিবার (১৭ জুলাই) দুদকের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম এ তথ্য জানান।
কোর্ট ইন্সপেক্টর বলেন,‘১৫ জুলাই দুর্নীতির অনুসন্ধান চলাকালে দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী ইভ্যালির চেয়ারম্যান ও এমডির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।’
দুদক সূত্র জানায়, তারা অনুসন্ধানে জানতে পেরেছেন যে, ইভ্যালির এমডি মো. রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিন গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। দুদকের অনুসন্ধান কার্যক্রম চলমান থাকা অবস্থায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করলে সার্বিক অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে, তাই গত ৮ জুলাই  ইভ্যালির এমডি মো. রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সংস্থাটি।
গত ৮ জুলাই গ্রাহক ও মার্চেন্টের ৩৩৯ কোটি টাকার হদিস না থাকার বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির দুই কর্মকর্তাকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ঢাকা/মামুন/এমএম
সম্পর্কিত বিষয়:
আরো পড়ুন  

Related Keywords

Shamima Nasrin ,Mamunur Rashid ,Court It ,Court Inspector Mr ,Court Inspector ,Chairman Shamima Nasrin ,Special Judge Kayes ,Chairman Shamima Nasrin Backstage ,ஷமிமா நஸ்ரின் ,நீதிமன்றம் அது ,நீதிமன்றம் இன்ஸ்பெக்டர் ,தலைவர் ஷமிமா நஸ்ரின் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.