comparemela.com

Card image cap


অভিনেতা দিলীপ কুমার আর নেই 
বিনোদন ডেস্ক  || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৮:৫৯, ৭ জুলাই ২০২১  
আপডেট: ১০:৫৪, ৭ জুলাই ২০২১
কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই। তার বয়স হয়েছিল ৯৮।
বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে পরিচিত এই অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার পারিবারিক বন্ধু ফয়সাল ফারুকী লিখেছেন, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি, আমাদের সবার প্রিয় দিলীপ সাহেব কিছুক্ষণ আগে মারা গেছেন। আমরা সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছি তার কাছেই ফিরে যাবো।’
দিলীপ কুমারের প্রকৃত নাম মো. ইউসুফ খান। ভারতীয় চলচ্চিত্রে অভিনয় শুরু করার পর তার নাম রাখা হয় দিলীপ কুমার। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় এই অভিনেতার। এ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে চলে যান তিনি। 
দীর্ঘ ছয় দশকের বলিউড জীবনে ৬০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন দিলীপ কুমার। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- ‘নয়া দৌড়’, ‘মধুমতি’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘দাগ’, ‘আজাদ’, ‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’, ‘কোহিনূর’, ‘পয়গাম’, ‘আদমি’, ‘শক্তি’, ‘লিডার’ ইত্যাদি। ১৯৯৮ সালে ‘কিলা’ সিনেমায় তাকে শেষবার রুপালি পর্দায় দেখা গেছে।
দিলীপ কুমার ভারতের প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী অভিনেতা। ১৯৯১ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। এছাড়া ১৯৯৪ সালে সম্মানসূচক দাদাসাহেব ফালকে পুরস্কার পান তিনি।
ঢাকা/ইভা/মারুফ 
সম্পর্কিত বিষয়:

Related Keywords

Jamuna , Bangladesh General , Bangladesh , Mumbai , Maharashtra , India , Padma Bhushan , Faisal Farooqi , Joseph Khan , Dilip Kumar , Twitter , Dilip Kumarr Not , Her Age , Mumbai Hospital , Times Ab India , Her Family , Her Name , Last Silver , Dilip Kumar India , Honorary Dadasaheb Phalke Award , ஜமுனா , பங்களாதேஷ் , மும்பை , மகாராஷ்டிரா , இந்தியா , பத்மா பூஷன் , ஃபேஸல் ஃபெரூகீ , ஜோசப் காந் , நீர்த்துப்போக குமார் , ட்விட்டர் , மும்பை மருத்துவமனை , அவள் குடும்பம் , அவள் பெயர் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.