comparemela.com


রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৯ জুলাই) দিনগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার সরদার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর শহিদপুর এলাকার মো. ইসহাক, তার ১৪ বছর বয়সী মেয়ে শিলা ও পাঁচ বছর বয়সী ছেলে আব্দুল মালেক। ইসহাক সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, রাতে অটোরিকশায় করে ইসহাক পরিবারের সদস্যদের নিয়ে ঈদের আনন্দ করতে সাভার থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন। পথে সরদার বাসস্ট্যান্ড এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী সিএনজিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন নিহত ইসহাকের স্ত্রী। তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরো জানান, রাতেই নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।  
এই রকম আরো খবর

Related Keywords

,Liaquat Ali ,Abdul Malek ,Savara Kushtia ,Pangsha Upazila Health Complex ,Palace Pangsha ,District Pirate ,Pangsha Highway ,Pangsha Upazila Health Complex Medical ,லிஅஃஉஅத் அலி ,அப்துல் ஆண் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.