comparemela.com

Card image cap


বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে উদ্‌যাপিত হবে, তা জানা যাবে আজ। রবিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল আজহা’র তারিখ নির্ধারণ ও ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
অন্যদিকে ঈদুল আজহার সম্ভাব্য সরকারি ছুটি ২০ থেকে ২২ জুলাই নির্ধারণ করে রাখা হয়েছে। তবে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছুটির এই তারিখ চূড়ান্ত করা হবে।
এই রকম আরো খবর

Related Keywords

Bangladesh , Eid Adha , Eid Azhar , Temple Mukarram National , Bangladesh Eid Adha , View News , Items For , பங்களாதேஷ் , பார்வை செய்தி , பொருட்களை க்கு ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.