comparemela.com


95
হজের জন্য মনোনীতদের মেসেজ পাঠাচ্ছে সৌদি কর্তৃপক্ষ
Published : Sunday, 27 June, 2021 at 2:24 PM
করোনা পরিস্থিতির কারণে সৌদি আরব এ বছর ৬০ হাজার জনকে হজের অনুমতি দিচ্ছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।  কেবল সৌদি আরবের নাগরিক অথবা সে দেশে বসবাসকারী বিদেশিরাই এবার হজ করতে পারবেন।
এরই মধ্যে হজের জন্য ৪১ থেকে ৫০ বছর বয়সিদের রেজিস্ট্রেশনের কাজ শেষ হয়েছে। যাদের আবেদন গ্রহণ করা হয়েছে, এখন তাদের টেক্সট মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। খবর আরব নিউজের।
পাঁচ লাখ ৫৮ হাজার ২৭০ আবেদনকারীর মধ্যে থেকে বাছাই করে নির্দিষ্টসংখ্যক হজযাত্রীকে অনুমতি দেওয়া হয়েছে।
মোট হযযাত্রীর ২০ শতাংশ এ বয়সিদের টেক্সট মেসেজের মাধ্যমে তাদের হজে অংশ নেওয়ার অনুমতির কথা জানিয়ে দেওয়া হচ্ছে।
এ বছর ইলেক্ট্রনিক পদ্ধতিতে হজের আবেদন বাছাই করা হয়। আবেদনের শর্ত পূরণ না হওয়ায় অনেকের হজ আবেদন বাতিল করা হয়েছে।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় পরে সাড়ে পাঁচ লাখ আবেদন থেকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে এ বছরের হজযাত্রী বাছাই করে।
অন্য বয়সভিত্তিক হযযাত্রীদের রেজিস্ট্রেশন এখনও চলছে। গত শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে ৫১ থেকে ৬৫ বছর বয়সিদের রেজিস্ট্রেশন।

Related Keywords

Saudi Arabia , Saudi , , Umrah Ministry , Hajj For , Country Hajj , Saudi Arab , News Arab , Hajj Application , Saudi Hajj , হজ র , জন য , মন ন তদ র , ম স জ , প ঠ চ ছ , স দ , কর ত পক ষ , சவுதி அரேபியா , சவுதி , உம்ரா அமைச்சகம் , சவுதி அரபு , சவுதி ஹஜ் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.