comparemela.com


ঈদের ব্লক বাস্টার ছবি নিঃস্বার্থ ভালোবাসা ছবি বিনে পয়সায় মুরাদ টাকলা পেজের বিজ্ঞাপন দিয়েছে। ছবিতে বর্ষা ম্যাডামের নাম থাকে মেঘলা। তিনি একসময় স্যার অনন্ত জলিলকে সেল ফোনে ফোন দেন। ফোনের স্ক্রিনে বড় বড় অক্ষরে ভেসে আসে “Magla” এই মুহূর্তে প্রতিবারই হলের হাজার হাজার দর্শক মুরাদ টাকলা বলে চিৎকার করে ওঠেন।
দি ডেইলী স্টার তাদের রিভিউতে প্রতিক্রিয়া জানিয়েছে বিশেষ ভাবে। তারা লিখেছে-
The best bits of the movie were in the little details such as the “Murad Takla” moment when Ananta’s iPhone 5 displays Meghla’s name as “Magla”, or when Ananta answers the phone and says, “Hello Dabid?”
ডেইলি স্টারের মুভি রিভিউ এর লিঙ্ক পাবেন এখানে
প্রশ্ন: মুরাদ টাকলা নামটি কী মুরাদ নামক কোনো ব্যক্তিকে বুঝানো হয়েছে? এর উৎপত্তি হল কেমন করে?
উত্তর: না। একদা আমাদের একজন এডমিনের নিকট জনৈক Joyonto Kumer লিখেছিলেন “Murad takla jukti diya bal, falti pic dicos kan! Lakapar kora kata bal, (অনুবাদ: মুরোদ থাকলে যুক্তি দিয়ে বল। ফালতু ছবি দিছস ক্যান? লেখাপড়া করে কথা বল)”।
এটি গত পর্বেও ছিল, অনেকেই সন্দেহ তুলেছেন, আসলেই কি কাহিনী সত্য? আসুন তাহলে পরিচিত হয়ে নেই জয়ন্ত কুমারের সাথে, যিনি আমাদের পৌঁছে দিয়েছেন মুরাদ টাকলা সোসাইটিতে।
সেই থেকে Murad Takla নামটির উদ্ভব এবং যার বাংলা অর্থ আসলে “মুরোদ থাকলে।” সুতরাং, মুরাদ টাকলা নামটি মুরাদ নামক কোনো ব্যক্তিকে হেয় করে না। নীচের মিম দেখে সহজে বুঝতে পারবেন
চিত্র- আমরা কারা? মুরাদ টাকলা
মুরাদ টাকলা বিষয়ক প্রথম পর্ব পাবেন এখানে
ব্লগে মুরাদ টাকলা নিয়ে গবেষণাপত্র প্রথম পর্বে ব্যপক সাড়া পেয়ে দ্বিতীয় পর্বে হাত দিলাম। যারা এখনও ইংরেজি হরফে বিকৃত ভাষায় বাংলা লিখে চলছেন তাদের জন্য আমাদের সহানুভূতি রইল। কারণ-
আমরাও শোকে পাথর হয়ে গেছি। তবে শোকে বিহবল হয়ে আর লাভ নেই, চলুন বিশ্ববিদ্যালয়ে গিয়ে লেখাপড়া শুরু করি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কোন বিশ্ববিদ্যালয়ে কি পড়ছেন সেইটে আর মুখ্য নয়, যেখান থেকে যা ইচ্ছা পাশ করে ফেলি চলুন
রাশিয়ান কবি মায়াকোভস্কি এর কবিতা আছে, যেখানে তিনি প্রায় ৪৫ লাইনে একজন অপরূপা নারীর প্রশংসা করেছেন প্রকৃতি আর অনূভুতি মিশিয়ে, শেষ লাইনে এসে বলছেন, যদি সৌন্দর্য এর সাথে থাকত একটি মাথা তবে না হতে আরো অপরূপা। উপরের মন্তব্য চালাচালি দেখে আমি আবার মায়াকোভস্কি নিয়ে বসলাম। চলুন দেখি কে কোথায় পড়াশোনা করছে-
চলুন দেশ ছেড়ে বিদেশে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। হাভার্ড?
ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পাশে কি কোন নদী আছে? চলুন গিয়ে নদীতে ঝাঁপ দেই। তবে কপালের ফ্যার কি খন্ডানো যায়? জীবন নিয়ে এই দর্শনের পর আর কি ঝাঁপ দেয়া যায়?
তাছাড়া আপনি চুড়ি দিয়েছেন প্রেমিকাকে, সেই চুড়ির কথা মনে করে প্রেমিকা আপনাকে মাত্রই মেসেজ দিয়েছে, চলুন ঝাঁপ না দিয়ে এখন আবার বাসায় ফিরে যাই
মন খারাপ করে বাসায় চলে আসলেন, অইদিকে আপনার পুচকে ছোট বোন আপনার প্রোফাইলে ঢুঁকে নিজের ছবি আপনার প্রোফাইল পিকচার করে রেখে দিয়েছে, অতঃপর ইনবক্সে-
ইনবক্স এর ধাক্কা সামলে নিউজ ফিডে আসলেন। বিরিয়ানীর প্রমোশন দেখে আগ্রহী হয়ে লাইক দিতে গেলেন, আর ঠিক তখনই-
আপনার মাথা ব্যথা বাড়াতে এবারে দেখুন কিভাবে খেতে হয় জামাইয়ের “কক” টিএসসিতে-
বন্ধুদের স্ট্যাটাসে লাইক দিতে গিয়ে শেষ পর্যন্ত নিজে বাংলা আর ইংরেজি ভুলে যাবার কায়দা হয়ে গেল
পাঠক, কক কক করলেই কি মুরগী হয়? ঠিক ধরেছেন কখনই নয়।
এদিকে সিসিবি ব্লগার ও পুলিশ অফিসার মাশরুফ হোসেন উত্তরায় পুলিশ পেট্রোলিং করতে গিয়ে পেলেন ” পর্ন মিস্ত্রি”
এবারে আর পারছেন না, ওষুধ কি? ওষুধ প্রেস্ক্রাইব করছে মুরাদ টাকলা পেইজ-
এদিকে ফেসবুক সহ, অফলাইন ও ব্লগে এসব টাকলামির জ্বালায় ব্লগার ও ফেসবুকারদের প্রান ওষ্ঠাগত। ব্লগার রায়হান রশীদ লেখেন –
অবশেষে বর্ণমালার প্রতিশোধ নিতেই যেন ‘মুরাদ টাকলা’ পেইজের জন্ম। স্রেফ হাস্যরসের বাইরেও এর পেছনে রয়েছে দুঃখের, হতাশার, বিমূঢ়তার ইতিহাস। একটু খুলে বলি। কম্পিউটারে এবং মোবাইল ফোনে যাতে প্রাণ খুলে বাংলায় লেখালিখি করা যায় তার জন্য গত দশ বছরে বহু টুল তৈরী হয়েছে। একটা বাদে বাকি সবগুলো টুলই বিনামূল্যের। দেশের তরুণ প্রোগ্রামাররা বাংলায় লিখবার অত্যন্ত সহজ সে সব ওপেন সোর্স টুল তৈরী করে অনলাইনে ছেড়ে দিয়েছেন যাতে সবাই ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে বলতে পারি অভ্র কিবোর্ড যা মেহেদী হাসান খান তৈরী করেছেন। এছাড়াও রয়েছে প্রভাত কিবোর্ড, ফোনেটিক, ইউনিজয় এরকম আরও রকমারী কিবোর্ড আর ইন্সটল করার মতো চমৎকার সব বর্ণমালার সফটওয়্যার। এই সব বাংলা কিবোর্ডগুলোর ব্যবহার এতোই সহজ যে এগুলোর কোনোটিই ভালভাবে আয়ত্ত করতে সপ্তাহখানেকের বেশী সময় লাগে না। এভাবে যখন থেকে কম্পিউটারে বাংলায় লিখে ভাব প্রকাশ সহজ হয়ে গেল তখন থেকেই যেন অনেকটা বিস্ফোরনের মতো করেই বাংলা ব্লগ আন্দোলন বেগবান হয়ে উঠলো, অল্প সময়ে গড়ে উঠলো অসংখ্য বাংলা ব্লগ, আর সেই সাথে অসংখ্য নতুন ব্লগার। যাহোক এ তো গেল ইতিহাসের কথা, কিছুটা প্রসঙ্গ থেকে সরে যাচ্ছিলাম, ফিরে আসি মূল কথায়। যা বলছিলাম, কাহিনী দুঃখের। বাংলায় লেখার এতো এতো সহজ উপায় থাকতেও কিছু মানুষ যেন পণ করেই বসেছিলেন তারা কোনোভাবেই বাংলা অক্ষরে বাংলা লিখবেন না। বিশুদ্ধ ইংরেজীতে কেউ যদি বাতচিত করতে চায় তাতে দোষের কিছু দেখি না, যে ভাষায় স্বচ্ছন্দ্য বোধ করবেন সে ভাষাতেই সবাই ভাব প্রকাশ করবেন সেটাই তো স্বাভাবিক। বিভ্রাট বেধে যায় যখন কেউ ইংরেজী হরফে বাংলা লেখার চেষ্টা করেন। বহুদিন এ ধরণের ইংরেজী হরফে লেখা বাংলা পড়তে পড়তে ভ্রুক্ুঞ্চন করেছি, দীর্ঘশ্বাস ফেলেছি, প্রকৃত অর্থ ডিসাইফার করতে কিশোর পাশার মতো নিচের ঠোঁটে চিমটি কেটেছি, এমনকি মাথার চুলও ছিঁড়েছি। কেন ছিঁড়েছি, এবং আমার মতো বাকিরাও কেন ছিঁড়ে থাকতে পারেন তা উপলদ্ধি করতে হলে ‘মুরাদ টাকলা’ পেইজটিতে একবার ঢুঁ মেরে আসুন। সেই পাকিস্তান আমলে একসময় খাজা নাজীম উদ্দিন গংরা আমাদের উর্দু হরফে বাংলা লেখাতে চেয়েছিলেন, ফলাফল তাঁর এবং তাঁর জাত ভাইদের জন্য ভাল হয়নি। আজ বাংলা লেখা এতো সহজ হয়ে যাওয়ার পরও, পাঠকের সুবিধা অসুবিধার কথা বিবেচনা না করে, কেউ যদি এখনো শখ করে ইংরেজী হরফে বাংলায় লিখে চলেন তাহলে কি করতে ইচ্ছে করে বলুন?
একদিন বর্ণমালাও প্রতিশোধ নেয়। এবার বুঝুন মজা।
তাহলে কি বুঝলেন? এত সুবিধা থাকা সত্ত্বেও বাংলা না লেখা রীতিমত অপরাধ। ভাষার জন্য রক্ত দিয়েছি কথাটি কখনই বলবেন না যদি না বাংলা লিখতে পারেন। আপনি সেই অধিকার হারিয়েছেন। সিনেমা ডাউনলোড করতে পারেন অথচ অভ্র বা বাংলা কি বোর্ড ডাউনলোড করতে পারেন না, লজ্জা থাকা উচিত কিছুটা হলেও।
লেখা বেলাইন হয়ে যাচ্ছে। চলুন লাইনে ফিরি। চলুন পরিচিত হই মেঘে ঢাকা চাঁদ এর সাথে-
সৌদি আরবে জব করা কনফিউজিং টাকলা
চলুন দেখি অনৈতিক টাকলা নিজের প্রেমিকা রেখে কিভাবে বন্ধুর প্রেমিকার সাথে দেখা করে বোর হয়েছে-
প্রেমিক টাকলা, লুল টাকলা, সেক্স নিয়ে ভাবা টাকলা অথবা প্রসংশায় মগ্ন টাকলারা কি করছে আসুন দেখে নেয়া যাক-
সিনেমা দেখে কেঁদে ফেলা টাকলা। কক-চোখ, ভুল বুঝবেন না।
বঙ্গানুবাদঃ কমন জেন্ডার মুভিটা দেখতে দেখতে অনেকক্ষণ কাঁদলাম। চোখ দিয়ে অনেক পানি পড়লো। হিজড়া সম্পর্কে ধারনাটা বদলে গেলো। নারী-পুরুষের মাঝে মানুষ আছে। আসুন আমরা সবাই তাদের সাথে ভালো আচরন করি। অল ফ্রেন্ডস, কমন জেন্ডার মুভিটা সবাই দেখবে।
হবে তবে বন্ধু? এবারে চলুন লাইক দিয়ে আসি-
লাইক নিয়ে দলাদলির কথা শুনেছেন? দলাদলি করার কি কোন প্রয়োজন আছে? আসুন লাইক নেবার নিরাপদ ব্যবস্থা শিখি। একজনের চাচার বাসায় আগুন লেগেছে তাতে আমাদের কি হয়েছে? চলুন লাইন দিয়ে এবারে জামাতে সেলিব্রেটি হই
চলুন পরিচিত হই একজন আত্মবিশ্বাসী ও বিয়ে পাগলা টাকলার সাথে। করবেন রিহানাকে কেউ বিয়ে? বিয়ে করে সালোয়ার কামিজ পরাতে ভুলবেন না কখনই-
টুইট দেখে বিয়ের শখ উবে গেছে? নো প্রবলেম, চলুন পার্টি করে আসি-
বুকের জমানো ব্যথা
কান্নার নোনা জলে
ঢেউ ভাঙে চোখের নদীতে
অন্যর হাত ধরে চলে গেছ দূরে…।
প্রিয়ার খোঁজ করার দিন শেষ, নয় কি? হট ও সেক্সি গার্লস পিক করার টাইম, ওয়েট এই গানটা যেন কে গেয়েছিল? গায়ক আসিফ। চলুন দেখি আসিফ ভক্তদের কি খবর-
এবারে কি ভাবছেন? সকল মুরাদ টাকলার ফাঁসি চাই? চলুন দেখি ফাঁসির কি দূরাবস্থা হয়ে আছে-
আর চাইবেন কোনদিন কারো ফাঁসি? চলুন দেখে নেই বড় গণতন্ত্র তথা পলাতক জাতীয়তাবাদী নেতা তারেক জিয়াকে নিয়ে ছোট ছোট শিবির সেনারা কি আপডেট দিচ্ছে- গ্রেফতারের নির্দেশ দিয়েছে ইন্টারপোল। এই বানান দেখলে সকল অফিসার, এজেন্ট নীরবে তাদের ব্যাজ আর পিস্তল জমা দিয়ে ভাঙ্গারির দোকান দিয়ে ব্যবসা করতে বসে যাবে-
অথবা সরাসরিই দেখুন ছাগু টাকলা। যারা দাবী করছে মুক্তিযুদ্ধ আসলে হয়নি, অথবা বঙ্গবন্ধু জাতির পচা সন্তান-
ওইদিকে বইমেলায় চলছে বই মেলা। লেখকের বই দেখেছেন, যোনি কেউ দেখেছন? এবারে তাও দেখতে পাবেন
নারী বিদ্বেষী টাকলা কি ভাবছে চলুন দেখে নেই-
বঙ্গানুবাদ :::
নারীরা যত জাগ্রত হবে ততই নির্যাতিত হবে কারন যারা সভ্যতার অভিভাবক ছিলো তারা এখন অসভ্যতার অভিভাবক হয়ে পড়ছে, তাই।
মাথা ভোঁ ভোঁ করছে, চলুন একটি ধীর লয়ের গান শুনি- পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিনে
অথবা হেমলক বিষ এক পেয়ালা-
বঙ্গানুবাদ :
নিঝুম সন্ধ্যায়, পান্থ পাখিরা, বুঝিবা পথ ভুলে যায়।
অসাম গান
কেউ যখন থাকবে না তখন কি আপনি থেমে থাকবেন? পথ চলা বন্ধ করে দেবেন? এত খেয়ালী আর ইমোশনাল হলে কি জীবন চলবে বলুন? চলুন আমরা একলা পথ চলতে শিখি। জীবনে স্বাবলম্বী হবার দরকার আছে-
বাঙলার দামাল ছেলেদের কি আটকে রাখা যায়? ধন ধান্যে পুস্পে ভরা এই বসুন্ধরায় তো তাদেরই জয়গান রচনা করা হয়েছে শতাব্দী ধরে, নয় কি?
গানের এই অবস্থা দেখে কোন মিউজিশিয়ান কি চুপ করে বসে থাকতে পারেন বলুন? কখনই নয়, প্রতিবাদের ভাষা সরব, মুরাদ টাকলগুলো যাক নিপাত, বেসবাবা সুমন জানালেন সমর্থন-
জন্ম নিয়েছে কিছু বিকৃত রুচির মানুষ, মুরাদ টাকলা পেজের একটি গৌণ উদ্দেশ্য এদেরকে এক্সপোজ করে সবার সামনে তুলে ধরা, এবং এই ধরনের কুরুচিকর বক্তব্য থেকে অনলাইন মুক্ত রাখা। যেখানেই এদেরকে পাবেন তখনই লাথি মারুন।
লাথি নাম্বার দুই, পারভার্ট প্রজন্ম চিনে রাখুন-
ধর্মের অপব্যবহার রোধ এবং মানুষকে প্রতারিত হওয়া থেকে বিরত রাখতেও মুরাদ টাকলা পেজ সচেতন। এই যেমন একজন ঠগ বাটপার মানুষকে ছেলে হবার নিশ্চয়তা দিয়ে বসে আছে-
সবশেষে একটি রেপিং কাউন্টার। যে দেশে এমন কাউন্টার আছে সেই দেশে ভাষা ধর্ষন তথা ধর্ষন কিভাবে বন্ধ হবে আপনিই বলুন-
কৃতজ্ঞতা প্রকাশ- সকল স্ক্রিনশট মুরাদ টাকলা পেইজ থেকে নেয়া হয়েছে। ফেসবুকে মুরাদ টাকলা সহ, টুইটারেও মুরাদ টাকলাকে আপনি ফলো করতে পারবেন। নিঃসন্দেহে একদল মেধাবী ছেলে-মেয়েরা এই পেজের পিছনে কাজ করে যাচ্ছে। ভাষার অপব্যবহার রোধ করতে এই পেজের ভূমিকা জোরাল।
( পর্ব চলবে)
পুনশ্চ- আসুন ভাষার প্রতি সম্মান দেখিয়ে মুরাদ টাকলাদের আমাদের জীবনে স্থান দেওয়া থেকে বিরত থাকি। কোন মুরাদ টাকলীয় প্রেমের প্রস্তাব পেলে ডিফেন্ড করুন। মুখের উপর বলে দিন- যারা সঠিক ভাবে বাংলা লিখতে পারে না তাদের ছায়া আমরা মাড়াতে চাই না।
মিম ছেলেদের জন্য-
মিম মেয়েদের জন্য-
মনে রাখবেন, ছেলে/ মেয়ের শারীরিক সৌন্দর্য থাকলেই মুরাদ টাকলাগিরি ঢাকা যায় না।
১৫,০৪৭ বার দেখা হয়েছে
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।
৬৪ টি মন্তব্য : “মুরাদ টাকলা- ইউনিক বিনোদন , ইউনিক ব্র্যান্ড ( পর্ব-০২)”
সাকিন উল আলম
:)) :)) :)) :)) :)) :)) :)) =)) =)) =)) =)) =))
ভাই এক একটা স্ক্রীন শট পড়ি আর হাসতে হাসতে লুটোপুটি খাই । কিভাবে পসিবল ।
রেপিং কাউন্টার আর পার্ভার্ট স্ক্রীন শট টা দেখে টাশকি খেয়ে গেলাম। আসলেই দেশে পারভার্ট দের সংখ্যা বেড়ে গিয়েছে । ��
পোষ্টের জন্য :boss: :boss: :boss:জবাব দিন

Related Keywords

China ,Saudi Arabia ,Bengali ,Bangladesh General ,Bangladesh ,Russia ,Pakistan ,Jakarta ,Jakarta Raya ,Indonesia ,Russian ,Murad ,Jayant Kumar ,Facebook Murad ,Raihan Rashid ,Mehdi Hassan Khan ,Murad Society ,Islamic University ,Hussain Uttara Police ,Facebook ,Madam Name ,Beach Hall ,Daily Star ,Not Jayant Kumar ,Profile Picture ,Junior Bengalir English ,May Murad ,Her For ,Open Source ,None Well ,Bengal Text ,Bengali Text ,Text Bengali ,Understanding Fun ,View ,Celebrity Howe ,Fabric Zia ,Small Camp ,Tao View ,Can Say ,Murad Let ,China Place ,Twitter Murad ,Parti Run ,Murad Love ,சீனா ,சவுதி அரேபியா ,பெங்காலி ,பங்களாதேஷ் ,ரஷ்யா ,பாக்கிஸ்தான் ,ஜகார்த்தா ,ஜகார்த்தா ராய ,இந்தோனேசியா ,ரஷ்ய ,முராத் ,ஜெயந்த் குமார் ,மெடீ ஹாசன் காந் ,இஸ்லாமிய பல்கலைக்கழகம் ,முகநூல் ,ஒவ்வொன்றும் மண்டபம் ,தினசரி நட்சத்திரம் ,ப்ரொஃபைல் படம் ,அவள் க்கு ,திறந்த மூல ,பார்வை ,முடியும் சொல் ,சீனா இடம் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.