স্বাস্থ্য
অধিদপ্তরের হিসাবে, রোববার পর্যন্ত ৫৮ লাখ ২০
হাজার ১৫ জনকে কোভিশিল্ডের
প্রথম ডোজ দেওয়া হয়েছে। তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দিতে হলে প্রয়োজন ১ কোটি ১৬
লাখ ৪০ হাজার ৩০
ডোজ টিকা।
৪
জুলাই পর্যন্ত হিসাবে, এ টিকার দ্বিতীয়
ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯১
হাজার ৭০৭ জন। সব মিলিয়ে টিকা
দেওয়া হয়েছে ১ কোটি ১
লাখ ১১ হাজার ৭২২
ডোজ।
এই
হিসাবে এ পর্যন্ত যারা
প্রথম ডোজ পেয়েছেন তাদের সবার দ্বিতীয় ডোজ পূর্ণ করতে হলে আরও ১৫ লাখ ২৮
হাজার ৩০৮ ডোজ টিকা দরকার।
গত
জুন মাসের মাঝামাঝি সময়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল
মোমেন জানিয়েছিলেন, কোভ্যাক্স কর্মসূচির আওতায় ‘শিগগিরই’ ১০ লাখ ৮০০
ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশ পাচ্ছে। সেই টিকাই জুলাই মাসে হাতে পাওয়ার সম্ভাবনার কথা এখন জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
কোভ্যাক্স
থেকে ৬ কোটি ডোজের
বেশি টিকা পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এর মধ্যে ফাইজার-বায়োএনকেটের তৈরি ১ লাখ ৬২০
ডোজ টিকা এবং মডার্নার তৈরি ২৫ লাখ ডোজ
ইতোমধ্যে দেশে এসেছে। তবে অ্যাস্ট্রাজেনেকার টিকা কবে আসবে, তার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
স্বাস্থ্যমন্ত্রী
জাহিদ মালেক বলছেন, নতুন করে টিকা আসা শুরু করলে দ্বিতীয় ডোজ নিয়ে আর কোনো সমস্যা
থাকবে বলে তিনি মনে করছেন না।
“যে
টিকা আসবে, তাতে যারা প্রথম নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন, তারা সবাই টিকা পাবেন। এটা নিয়ে চিন্তার কোনো কারণ দেখছি না।”
চুক্তি
অনুযায়ী, প্রতি মাসে ৫০ লাখ ডোজ
কোভিশিল্ড বাংলাদেশে পাঠানোর কথা ছিল ভারতের সেরাম ইনস্টিটিউটের। সেজন্য অগ্রিম হিসেবে ৬০০ কোটি টাকার বেশি তাদের পরিশোধও করা হয়েছিল।
কিন্তু
ভারত আগে নিজেদের চাহিদা পূরণ করতে রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিলে ফেব্রুয়ারির পর কেনা টিকার
আর কোনো চালান সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে বাংলাদেশ পায়নি।
এই
টিকা কেনায় বাংলাদেশে সেরামের ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’-এর ভূমিকায় রয়েছে
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
টিকা
আসার অগ্রগতি জানতে বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজাকে ফোন করলে তিনি ধরেননি। মোবাইলে এসএমএস করে প্রশ্ন পাঠানো হলে পাল্টা এসএমএসে তিনি বলেন, “কোনো আপডেট নেই।”
';
adv2 = '
';
if(plength >=12){
position = `.custombody > p:nth-of-type(${parseInt(plength/3)})`;
position2 = `.custombody > p:nth-of-type(${parseInt(2*plength/3)})`;
//console.log("plength greater or equal 12: "+plength);
$(adv).insertAfter(position);
$(adv2).insertAfter(position2);
dfpHead2();
googletag.cmd.push(function() { googletag.display("div-gpt-ad-1583412120279-0");googletag.display("div-gpt-ad-1583412120279-1");});
}else if(imglength > 10){
position = `#plainPicture > ul > li:nth-of-type(${parseInt(imglength/3)})`;
position2 = `#plainPicture > ul > li:nth-of-type(${parseInt(2*imglength/3)})`;
$(adv).insertAfter(position);
$(adv2).insertAfter(position2);
dfpHead2();
googletag.cmd.push(function() { googletag.display("div-gpt-ad-1583412120279-0");googletag.display("div-gpt-ad-1583412120279-1");});
}else if(plength ul > li:nth-of-type(${parseInt(imglength/2)})`;
$(adv).insertAfter(position);
dfpHead1();
googletag.cmd.push(function() { googletag.display("div-gpt-ad-1583412120279-0");});