comparemela.com


অনলাইন ডেস্ক
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ এখনই আমেরিকা ও যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় বিষয়ক সমঝোতা বাস্তবায়নে সব সময় প্রস্তুত রয়েছে।
রবিবার তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়ে ইরান একটি সমঝোতায় পৌঁছেছে। এই সমঝোতা অনুযায়ী প্রত্যেক দেশেরই ১০ জন করে বন্দি মুক্তি দেওয়ার কথা। ইরান আজই এই সমঝোতা বাস্তবায়নে প্রস্তুত রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিয়েনা বৈঠক প্রসঙ্গে বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার পাশাপাশি আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়ে আলোচনা হয়েছে।
তবে সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ইরানে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ কারণে ভিয়েনা আলোচনার জন্য তেহরান আরও বেশি সময় চেয়েছে। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শেষ হলে আবারও ভিয়েনা আলোচনা শুরু হবে।
ভিয়েনা বৈঠকে ইরানের প্রধান আলোচক ও উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, বন্দি বিনিময় ইস্যুকে রাজনীতির হাতিয়ার করা ঠিক হবে না। ইরান সমঝোতা মেনে আগামীকালই ১০ বন্দিকে মুক্তি দিতে রাজি আছে বলে তিনি মন্তব্য করেছেন। সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/আবু জাফর
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

United States ,Vienna ,Wien ,Austria ,United Kingdom ,Iran ,Tehran ,Abu Jafar ,Us Foreign Ministry ,Exchange Issue ,Iran Foreign Ministry ,Her Country ,Country John ,Iran Power ,For Tehran ,Deputy Foreign Minister Abbas ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,வியன்னா ,வீந் ,ஆஸ்ட்ரியா ,ஒன்றுபட்டது கிஂக்டம் ,இரண் ,தெஹ்ரான் ,எங்களுக்கு வெளிநாட்டு அமைச்சகம் ,இரண் வெளிநாட்டு அமைச்சகம் ,அவள் நாடு ,இரண் பவர் ,க்கு தெஹ்ரான் ,துணை வெளிநாட்டு அமைச்சர் அப்பாஸ் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.