comparemela.com

Card image cap


অনলাইন ডেস্ক
করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় একে একে সব বিধিনিষেধ প্রত্যাহার করে নিচ্ছে কাতার। দেশটিতে দীর্ঘদিন ফ্যামিলি ভিসা বন্ধ থাকলেও সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর ফের চালু হলো এই ভিসা। খবর দ্য পেনিনসুলা কাতার'র।
ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে কাতারের রেড জোনের তালিকায় থাকা ভারত, পাকিস্তান ও বাংলাদেশকেও ফ্যামিলি ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এদিকে ফ্যামিলি ভিসা চালু হওয়ায় খুশি প্রবাসীরা। এখন থেকে পরিবার-পরিজন নিয়ে যেতে পারবেন তারা।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপ ‘মিতরাশ-টু’ এর মাধ্যমে ঘরে বসে ভিসার জন্য আবেদন করা যাবে। এছাড়া বিজনেস ভিজিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসাও চালু করেছে কাতার।
বিডি প্রতিদিন/হিমেল
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Qatar , Bangladesh , India , Pakistan , , Visa , News The Peninsula , India Delta , Qatar Red , For Application , கத்தார் , பங்களாதேஷ் , இந்தியா , பாக்கிஸ்தான் , விசா , கத்தார் சிவப்பு , க்கு விண்ணப்பம் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.