comparemela.com

Card image cap


সাতক্ষীরা প্রতিনিধি
প্রতীকী ছবি
করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে। 
২৮৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১১২ জন আক্রান্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ২৯ শতাংশ। জেলায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন মোট ৪০২ জন। আর করোনা আক্রান্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫৮ জন। 
এছাড়া বর্তমানে জেলায় ১ হাজার ২৫২ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ২৪১ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বিভিন্ন ক্লিনিক ও বাসা বাড়িতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। 
সাতক্ষীরা করোনা ডেডিকেটেড হাসপাতালে সবশেষ করোনার উপসর্গে মৃত্যুরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার পাথর ঘাটা গ্রামের সুব্রত আলী (৮০), ইটাগাছা মানিকতলা গ্রামের আমিরুল ইসলাম (৬২, সাতিয়ানতলা গ্রামের মাহফুজা (৫০), মামুন শেখের স্ত্রী তাহমিনা (৩৫), কলারোয়া উপজেলার শংকরপুর গ্রামের নাছিম উদ্দিন (৪০), বড়ালী গ্রামের রাবেয়া খাতুন (৬৮), আশাশুনি উপজেলার শোভনালী গ্রামের মোকছেদ আলী (৬৯) ও কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আব্দুল খালেক (৯০)। তারা বেশ কিছুদিন জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্বাবধায়ক শেখ-কুদরত-ই-খোদা।
বিডি প্রতিদিন/কালাম
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Maniktala , Khulna , Bangladesh , Assasuni , Bangladesh General , Rabia Khatun , Amir Islam , Nasim Ahmed , Abdul Khaliq , Subrata Ali , College Hospital John , College Hospital , Medical College Hospital , District Friday , Medical College Hospital John , Satkhira Headquarters District , Kolaroa District Shankarpur , Assasuni District , Kaligannj District , மணிக்தால , கூழ்ந , பங்களாதேஷ் , ரபியா கடுங் , அமீர் இஸ்லாம் , அப்துல் க்யாலிக் , கல்லூரி மருத்துவமனை , மருத்துவ கல்லூரி மருத்துவமனை , மாவட்டம் வெள்ளி ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.