comparemela.com

Card image cap


মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের খামারিরা পশু বিক্রি নিয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। শ্রম, মেধা এবং পুঁজি বিনিয়োগ করে পশুর খামার করে হতাশায় দিন কাটাচ্ছেন তারা। এসব খামারীদের একজন আমেরিকান প্রবাসী মো. জিন্নাহ। দেশের বেকার লোকদের পশু পালনে উদ্বুদ্ধ করার লক্ষে তিনি পশু পালন শুরু করেন। কিন্তু বিক্রির নিশ্চয়তা না পেয়ে তিনি নিরুৎসাহিত হচ্ছেন। কোথায় এবং কীভাবে গরুগুলি বিক্রি করবেন এ চিন্তায় তিনি নির্ঘম রাত কাটাচ্ছেন।
জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, জেলায় এবার কোরবানির ঈদ উপলক্ষে মৌসুমি খামার রয়েছে ১০ হাজার ৯২৬টি। আর বিক্রি যোগ্য পশু হচ্ছে ৫৫ হাজার ৮৮৮টি। আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ। এখনো হাটের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এই পশুগুলো কোথায় কীভাবে বিক্রি হবে কৃষকরা কিছুই বুঝতে পারছে না।
৬৩ বছরের জিন্নাহ তার প্রবাসী জীবনের সমস্ত আয় গরুর খামারে বিনিয়োগ করে হতাশায় দিন পার করছেন। তিন বৎসর আগে তিনি খামার শুরু করেন। প্রথমেই বন্যা, করোনার কারণে উপযুক্ত দাম না পেয়ে লোকসানে পড়েন। এবার কোরবানিকে কেন্দ্র করে ২২টি বিশাল আকৃতির ষাঁড় ও ৮টি গাভী লালন পালন করেছেন। হাট বন্ধ থাকায় বিক্রি নিয়ে হতাশা ব্যক্ত করেন তিনি।
জিন্নাহ বলেন, করোনা সব আশা-আকাঙ্ক্ষা নষ্ট করে দিচ্ছে। আমি পরিবার নিয়ে আমেরিকায় থাকি। খামারের মায়ায় প্রায়ই দেশে চলে আসি। আমি আমেরিকা থেকে মোবাইলের মাধ্যমে খামারের খোঁজ খবর রাখি। এখানে আমার প্রায় ৭০ লাখ টাকার বিনিয়োগ রয়েছে। সম্পূর্ন স্বাভাবিক খাবার দেওয়া হয় এই পশুগুলিকে। এ জন্য ১০ বিঘা জমিতে ঘাস রোপণ করা হয়েছে।
জিন্নাহর মতো সব খামারির প্রত্যাশা, সরকার যেন কোরবানির ঈদের আগে গরু বিক্রির ব্যবস্থা করে দেয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহবুবুল ইসলাম টুকু মিয়া বলেন, মানিকগঞ্জের গরু জেলার চাহিদা মিটিয়ে ঢাকার গাবতলিসহ বিভিন্ন হাটে বিক্রি হয়। হাট চালু হলে এখানকার গরু ঢাকা নেওয়ার ব্যবস্তা করা হবে। করোনার কারণে হাট চালু না হলে অনলাইনের মাধ্যমে গরু ক্রয়-বিক্রয় হবে। এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় অনলাইন প্লাটফর্ম কোরবানির পশুর হাট নামে একটি পেজ খোলা হয়েছে।  
বিডি প্রতিদিন/ফারজানা
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

United States , Manikganj , Dhaka , Bangladesh , American , Mahbub Islam Tutu Mia , Express , I Center , Manikganj Farmers , Intellectual Property , Where How , Jinnah Her , Search News , Government May , ஒன்றுபட்டது மாநிலங்களில் , மணீக்காஞ்ச , டாக்கா , பங்களாதேஷ் , அமெரிக்கன் , எக்ஸ்பிரஸ் , நான் மையம் , அறிவுசார் ப்ராபர்டீ , தேடல் செய்தி , அரசு இருக்கலாம் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.