comparemela.com

Card image cap


বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বেড়েই চলেছে করোনা সংক্রামনের ঊর্ধগতি। গত ২৪ ঘন্টায় জেলায় ৩৩৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রমণ হার ৪৬ দশমিক ২৪ শতাংশ। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে। 
বাগেরহাটে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে বাগেরহাট সদরে ৫৬ জন, ফকিরহাটে ৩৭ জন, মোল্লাহাটে ১৯ জন, মোংলা ১৭ জন, শরণখোলায় ৯ জন, চিতলমারীতে ৬ জন, কচুয়ায় ৬ জন ও মোরেলগঞ্জ উপজেলায় ৪ জন। বাগেরহাট স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাট জেলায় করোনা সংক্রমণের লাগাম টেনে রাখা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় জেলায় ৩৩৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রমণের হার ৪৬ শতাংশের উপরে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নামে ১ জনের মৃত্যু হয়েছে। 
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৭৪ জন ও মৃত্যু হয়েছে ৮৯ জনের। এনিয়ে মোট সুস্থ্য রোগীর সংখ্যা ২ হাজার ৭১৯ জন। বর্তমানে বাগেরহাটে ৫০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন। 
বিডি প্রতিদিন/আল আমীন
এই বিভাগের আরও খবর
সম্পাদক : নঈম নিজাম,
নির্বাহী সম্পাদক : পীর হাবিবুর রহমান । বসুন্ধরা মিডিয়া লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট নং-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা থেকে প্রকাশিত এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্লট নং-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ ও কালিবালা দ্বিতীয় বাইপাস রোড, বগুড়া থেকে মুদ্রিত।
ফোন : পিএবিএক্স-০৯৬১২১২০০০০, ৮৪৩২৩৬১-৩, ফ্যাক্স : বার্তা-৮৪৩২৩৬৪, ফ্যাক্স : বিজ্ঞাপন-৮৪৩২৩৬৫।

Related Keywords

Bagerhat District , Khulna , Bangladesh , Bagerhat , Bangladesh General , Al Ameen , Bagerhat Health Category , , Bagerhat Headquarters Hospital , Bagerhat Civil , Hospital John , கூழ்ந , பங்களாதேஷ் , அல் அமீன் , மருத்துவமனை ஜான் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.