comparemela.com


জাতীয়
হোসেনপুরে সেই নবজাতককে পরিবারের নিকট হস্তান্তর
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রামপুর বাজার এলাকার আমির উদ্দিনের বাড়িতে সন্তান প্রসব করা মা পারভীন ও সেই নবজাতক ছেলে সন্তানকে পরিবারের নিকট হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।  
রোববার (১৮ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভারপ্রাপ্ত) মো. আবুবকর সরকার নবজাতককে তার পিতা মো. আব্দুল মালেকের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাছিরুজ্জামান সেলিম, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আব্দুল্ল্যাহ আল শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক, হোসেনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলামসহ অন্যান্যরা।  
উল্লেখ্য, ‘পাগলী মা হয়েছে, বাবা হয়নি কেউ!’ এই শিরোনামে গত ১২ জুলাই বাংলানিউজ২৪.কম-এ সংবাদ প্রকাশ হয়। এরপর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে বরিশাল জেলার বানারিপাড়ার জুমবন্দি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ও নবজাতকের পিতা মো. আব্দুল মালেক হোসেনপুর উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন।
বাংলাদেশ সময়: ০৭১২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
এমএইচএম 

Related Keywords

Husainpur ,Bangladesh General ,Bangladesh ,Shafiqul Islam ,Al Shamim ,Abdul Malik ,Abdul Aziz ,Abdul Malek Hossainpur ,Amir Ahmed ,Bmw ,Health Complex Square ,Kishoreganj Hossainpur District Rampur Market ,Complex Square ,Abu Bakr ,Senior Medical ,Abdul Malek Hossainpur Upazila ,ஹுசைன்பூர் ,பங்களாதேஷ் ,ஶ்யாஃபிக்யுல் இஸ்லாம் ,அப்துல் மாலிக் ,அப்துல் அஜிஸ் ,பிஎம்டபிள்யூ ,பக்ர் ,மூத்தவர் மருத்துவ ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.