কুয়েতে দক্ষ কর্মী নেওয়ার অনুরোধ মোমেনের
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
ঢাকা: বাংলাদেশ থেকে কুয়েতে দক্ষ কর্মী নেওয়ার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ ড. আহমেদ নাসের আল মোহাম্মেদ আল সাবাহার সঙ্গে এক বৈঠকে তিনি এই অনুরোধ জানান।
রোববার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।
বৈঠকে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, তথ্য প্রযুক্তি ও সাইবার সিকিউরিটি খাতে বাংলাদেশের সহায়তা চান। এছাড়া দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি যৌথ সভার জন্য প্রস্তাব দেন।
পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদে প্রস্তাবে সমর্থন দেওয়ায় কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, তাসখন্দে 'মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি: সুযোগ ও চ্যালেঞ্জ ' শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ১৪ জুলাই উজবেকিস্তান গেছেন ড. মোমেন।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
টিআর/এএটি