comparemela.com

Card image cap


জাতীয়
অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
তানভীর হাসান তানু
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেছেন আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও পরিচালক ডা. নাদিরুল আজিজ (চপল)।
শনিবার (১০ জুলাই) রাতে এ মামলায় তানভীর হাসান তানুকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও থানা পুলিশ।
সাংবাদিক তানভির হাসান তানু শহরের হাজীপাড়া এলাকার আবু তাহেরের ছেলে। তিনি ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, দৈনিক ইত্তেফাক ও জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি। এছাড়াও তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের দফতর সম্পাদক ও ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ৯ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক) ২৫(১)(খ) ২৯(১)/৩১(১)/৩৫(১) ধারায় সদর থানায় একটি মামলা দায়ের করেন।  
মামলায় তানভির হাসান তানু, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত ব্যক্তিদেরও আসামি করা হয়।  
সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, জনরোষ সৃষ্টিকারী ও মানহানিকর’ দাবি করে ৯ জুলাই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক তানভির হাসান তানু, রহিম শুভ ও আব্দুল লতিফ লিটু এবং অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বর্তমানে সাংবাদিক তানভির হাসান তানু ঠাকুরগাঁও সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।  
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
আরএ

Related Keywords

Bangladesh , Thakurgaon District , Rangpur , Abdul Latif , Tanvir Hassan Thakurgaon , July Thakurgaon , Tanvir Hassan , Abu Taher , Thakurgaon Ps Police , Journalists Association , He Thakurgaon Press Office Editor , Headquarters Hospital , Tanvir Hassan City , Daily Ittefaq , Journalists Association President , Digital Security Act , Rahim Happy , July Hospital , Abdul Latif Litu , Tanvir Hassan Thakurgaon Headquarters , பங்களாதேஷ் , தாகுர்கான் மாவட்டம் , ரங்க்பூர் , அப்துல் லாடிஃப் , தன்வீர் ஹாசன் , பத்திரிகையாளர்கள் சங்கம் , தலைமையகம் மருத்துவமனை , பத்திரிகையாளர்கள் சங்கம் ப்ரெஸிடெஂட் , டிஜிட்டல் பாதுகாப்பு நாடகம் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.