comparemela.com

Card image cap


জাতীয়
পিআইবি-এটুআই পুরস্কার পেলেন বাংলানিউজের ডালিম হাজারী
স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জুন ২৭, ২০২১
ঢাকা: পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার ২০২১’ পেয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের স্টাফ করেসপন্ডেন্ট সোলায়মান হাজারী ডালিম। বাংলানিউজে প্রকাশিত ‘ডিজিটাল জীবন’ শিরোনামে চার পর্বের ধারাবাহিক প্রতিবেদনের জন্য অনলাইন সংবাদপত্র ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পান।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) ও একসেস টু ইনফরমেশন (এটুআই) যৌথভাবে ২০১৫ সাল থেকে এ পুরস্কার দিচ্ছে। তথ্য-প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।
রোববার (২৭ জুন) সকালে রাজধানীর সার্কিট হাউস রোডে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান (এমপি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান (পিএএ)।
অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।
এবার সাতটি ক্যাটাগরিতে পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার দেওয়া হয়। পিআইবি গঠিত বিচারকমণ্ডলীর মূল্যায়নে পুরস্কারের জন্য বিজয়ী সাতজনের নাম চূড়ান্ত হয়। রোববার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
এরা হলেন-জাতীয় দৈনিক সংবাদপত্র (বাংলা) ক্যাটাগরিতে সাদেকুর রহমান (দৈনিক জবাবদিহি), জাতীয় দৈনিক সংবাদপত্র (ইংরেজি) ক্যাটাগরিতে জসীম উদ্দীন.(ফিনানসিয়াল এক্সপ্রেস), টেলিভিশন ক্যাটাগরিতে আল মামুন (বাংলাভিশন), অনলাইন সংবাদপত্র ক্যাটাগরিতে সোলায়মান হাজারী ডালিম (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে শুয়াইবুল ইসলাম (দৈনিক সিলেট মিরর), বেতার ক্যাটাগরিতে মো. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ বেতার), ও নারী সাংবাদিক ক্যাটাগরিতে আঞ্জুমান লায়লা (চ্যানেল আই)।
অনুষ্ঠানে অতিথিরা প্রত্যেক বিজয়ীর হাতে ৭৫ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।   
পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় সোলায়মান হাজারী ডালিম বলেন, এ পুরষ্কারটি আমার জীবনের বড় প্রাপ্তির মধ্যে একটি, যেকোনো পুরস্কার কাজে উৎসাহ যোগাতে সহায়তা করে। একইসঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের দায়িত্ব অনেকখানি বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এই পুরস্কার তৃণমূল নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করতে আমাকে অনুপ্রাণিত করছে। আগামীতে আরও ভালো প্রতিবেদন লিখতে পারবো বলে আশা রাখি।  
সোলায়মান হাজারী ডালিম ২০১৪ সাল থেকে ফেনীতে বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
যে ধারাবাহিকের জন্য পুরস্কার দেওয়া হয়-

Related Keywords

Bangladesh , Dhaka , Murad Hassan , Junaid Ahmed , Anjuman Laila , Express , National Daily , Bangladesh Press Institute , Ministry State Dr , Institute Ab Bangladesh , Kom Staff Correspondent Solomon Hazari , Press Institute Ab Bangladesh , House Road Bangladesh Press Institute , Special Guest , State Junaid Ahmed , Jasim Din , Bangla Vision , Solomon Hazari , Daily Dhaka Mirror , Saiful Baby , Bangladesh Betar , Her Exceptions , Feni Bangla Staff Correspondent , பங்களாதேஷ் , டாக்கா , முராத் ஹாசன் , எக்ஸ்பிரஸ் , தேசிய தினசரி , பங்களாதேஷ் ப்ரெஸ் நிறுவனம் , சிறப்பு விருந்தினர் , பங்களா பார்வை , பங்களாதேஷ் பீட்டர் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.